ভিন্ন পদ্ধতিতে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ : মোস্তফা ফিরোজ

সিনিয়র সাংবাদিক মোস্তফা ‍ফিরোজ বলেছেন, ‘আলজাজিরার উপস্থাপক মেহদী হাসানের সঙ্গে আলাপে ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নিয়ে কিছুটা সহবিরোধী বক্তব্য দিলেও একটি বিষয় স্পষ্ট করেছেন- আওয়ামী লীগের লোকজন নির্বাচনে অংশ নিতে পারবে। মেহদী হাসান তাকে প্রশ্নে করেন, আওয়ামী লীগ কেন রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে পারবে না, এটা কি কোনো গণতান্ত্রিক সিদ্ধান্ত? জবাবে ড. ইউনূস বোঝানোর চেষ্টা করেন যে আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তারা নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে। তবে আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল, যদিও বর্তমানে তাদের কার্যক্রম নিষিদ্ধ। যেকোনো সময় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

দলগতভাবে না পারলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবেন এবং তাদের সমর্থকরা তাদের ভোট দিতে পারবেন- এ ব্যাপারে কোনো বাধা নেই।’

বুধবার (১ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে মোস্তফা ফিরোজ এসব কথা জানান।

মোস্তফা ফিরোজ বলেন, ‘এখন আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তাদের দলকে রাজনীতিতে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে।

তবে ড. ইউনূস বলছেন, তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন, কারণ তারা বৈধ ভোটার। নির্বাচনে যেহেতু একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, আওয়ামী লীগের সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। শুধু আওয়ামী লীগের নিজস্ব প্রতীক থাকবে না। এর মানে দাঁড়ায়- এ পরিস্থিতি অনেকটা ইমরান খানের দল পিটিআইয়ের মতো।

গত নির্বাচনে পিটিআইয়ের প্রতীক নিষিদ্ধ করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন। ফলে তারা দলগতভাবে অংশ নিতে পারেনি বরং সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।’

মোস্তফা ফিরোজ আরো বলেন, ‘শেখ হাসিনা বা আওয়ামী লীগ হয়তো ইমরান খানের পিটিআইয়ের মতো একটি পথের দিকে এগোতে পারে- এ সম্ভাবনার ইঙ্গিত মেলে অন্তত ড. ইউনূসের বক্তব্য থেকে। ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের সমর্থক আছে।’ মেহদী হাসান তাকে প্রশ্ন করেন, ‘তাদের তো বাংলাদেশে একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে, এটা কি আপনি অস্বীকার করবেন?’ উত্তরে ড. ইউনূস বলেন, ‘অবশ্যই না, তারা দীর্ঘ সময়ের একটি রাজনৈতিক দল।

এরপর মেহদী হাসান প্রশ্ন করেন, ‘আপনি হয়তো অস্বীকার করবেন না যে তাদের লাখ লাখ সমর্থক আছে?’ তখন তিনি বলেন, ‘আমি লাখ লাখ বলব না, তবে তাদের সমর্থন রয়েছে। কতজন এখন আছে, সেটা নিশ্চিতভাবে বলা যায় না।’ একই সঙ্গে তিনি আরো স্পষ্ট করেন, ‘দলটিকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।’ আওয়ামী লীগ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে- রাজনৈতিক দলটির এই চরিত্র বিবেচনা করেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিমান বাহিনী প্রধান Oct 01, 2025
img
ম্যানইউতে জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন গারনাচো Oct 01, 2025
সব জায়গায় জামায়াতের লোক বসাচ্ছে, এই সরকার তো জামায়াতের সরকার' Oct 01, 2025
img
ড. ইউনূসকে বিধ্বস্ত-ক্লান্ত লেগেছে, তার থামা প্রয়োজন : গোলাম মাওলা রনি Oct 01, 2025
তামিমসহ ১৫ ক্লাবের প্রার্থিতা প্রত্যাহার, বিসিবি নির্বাচনে অস্থিরতা Oct 01, 2025
img
বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা Oct 01, 2025
ওয়াশিংটন ক্ষমতায় থাকেননি, ড. ইউনূস কীভাবে ৫০ বছর থাকার কথা বলেন? Oct 01, 2025
মার্কিন হামলার আশঙ্কা, পালটা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো Oct 01, 2025
ইসরায়েলের ‘ডুবিয়ে দেওয়ার’ হুমকির মধ্যে গাজা অভিমুখে ফ্লোটিলা Oct 01, 2025
উপদেষ্টাদের আ.লীগ নেতৃত্ব গ্রহণের আহ্বান জানালেন রাশেদ খান Oct 01, 2025
হতাশার মুহূর্তে যীশুর পাশে অমিতাভ বচ্চন! Oct 01, 2025
ভাবনার মতে হারের ভেতর লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা Oct 01, 2025
নোংরামির সঙ্গে থাকব না, বাংলাদেশ ক্রিকেটের জন্য কালো দাগ হয়ে গেল: তামিম Oct 01, 2025
img
জুবিন গার্গ আমাকে ফেমাস করেছেন : অনন্ত জলিল Oct 01, 2025
img
মার্শের ঝড়ে নিউজিল্যান্ডকে থমকে দিল অস্ট্রেলিয়া Oct 01, 2025
img
সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার Oct 01, 2025
img
মাদকসহ বিমানবন্দরে আটক অভিনেতা Oct 01, 2025
img
বাংলাদেশের পুলিশ হবে লন্ডনের পুলিশের মতো : এসএমপি কমিশনার Oct 01, 2025
img
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি নতুন ঠিকানায় স্থানান্তরিত Oct 01, 2025
img
বিলিয়নেয়ার ক্লাবে শাহরুখ খান, বর্তমান বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা Oct 01, 2025