টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে দুদিন ধরে ঢাকার বাতাসের দূষণের পরিমাণ কমতির দিকে। সাধারণত বর্ষায় বা বৃষ্টি হলে ঢাকার বাতাসের দূষণের মাত্রা কম থাকে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের রোববার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৭, যা সহনীয় বাতাসের নির্দেশক। বায়ুদূষণের তালিকায় আজ ১১তম অবস্থানে রয়েছে ঢাকা।
বৃহস্পতিবার বায়ুদূষণের শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান আজ ১৭২। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- ইন্দোনেশিয়ার বাটাম, কাতারের দোহা, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা ও ভিয়েতনামের হো চি মিন সিটি। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪৮, ১৪২, ১৩২ ও ১২৩।