চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের পূজামণ্ডপে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেছে জামায়াতে ইসলামী।
বুধবার (১ অক্টোবর) রাতভর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপে এই সহায়তা বিতরণ করেন জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ ও বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি মাহফুজ কলি, জামায়াত নেতা আব্দুল করিম, নুরুল করিম, আব্দুল কাদের, আবু তৈয়ব, মো. ফয়সাল উপস্থিত ছিলেন।
জামায়াত নেতারা জানান, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জামায়াত সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায়। এই সহায়তা তারই একটি প্রতিফলন।
এমকে/এসএন