দুর্গাপূজা উপলক্ষে রিমেক গান নিয়ে হাজির 'মহানায়ক'র কন্যা তিলোত্তমা!
মোজো ডেস্ক 06:05PM, Oct 03, 2025
ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক বুলবুল আহমেদের স্মৃতিকে নতুনভাবে ফিরিয়ে আনছেন তার কন্যা তিলোত্তমা আহমেদ। দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি অবলম্বনে নির্মিত ও মহানায়ক বুলবুল আহমেদ অভিনীত সিনেমা দেবদাস-এর জনপ্রিয় গান ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’-এর বিশেষ রিমেক সংস্করণ। আর এই গানে কণ্ঠ দিয়েছেন তারই মেয়ে তিলোত্তমা।
এর আগে গত ৪ সেপ্টেম্বর, বাবার জন্মদিনে প্রকাশিত হয়েছিল প্রথম গান সঙ্গিনী চলচ্চিত্রের ‘দুটি মন যখন কাছে এলো’, যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শুধু এখানেই শেষ নয়, এই মৌসুমে আরও কয়েকটি গান তিলোত্তমার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে- হাজার মনের কাছে প্রশ্ন রেখে, জন্ম থেকে জ্বলছি মাগো, আবার দুজনে দেখা হল ও দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়।
নতুন উপস্থাপনার মাধ্যমে মহানায়ক বুলবুল আহমেদের স্মৃতি আরও একবার জীবন্ত হয়ে উঠবে দর্শক-শ্রোতাদের সামনে। তার কন্যার কণ্ঠে বাবার সিনেমার গানগুলো যেন অন্যরকম আবেগ ছুঁয়ে দিচ্ছে ভক্তদের মনেও।
উল্লেখ্য, ২০১৩ সালে বুলবুল আহমেদ অভিনীত সিনেমার জনপ্রিয় গানগুলো নিয়ে ‘মহানায়কের গান’ শিরোনামে একটি অ্যালবামও প্রকাশ করেছিলেন তিলোত্তমা।