ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি বিশ্বাস করে গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
দৌলতপুরের তরুণরা যদি ঐক্যবদ্ধ হয়, তবে তারা শুধু নিজেদের ভাগ্য নয়, সমগ্র দৌলতপুর তথা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারবে। তাই আজ আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে চাই—আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা শুধু দৌলতপুর নয়, সারা বাংলাদেশকে তারুণ্যের বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পরিষদ মিলনায়তনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর দৌলতপুর’ শীর্ষক এক শিক্ষার্থী পুনর্মিলনে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইল ইসলাম হিমেলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।
আরো বক্তব্য দেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আলতাফ হোসেন, ঢাবি শিক্ষক সানাউল আলম, উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, তরুণ উদ্যোক্তা দেওয়ান সাইদুল ইসলাম পলাশ প্রমুখ।
শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্ন- একটি শিক্ষিত, সবুজ, আধুনিক ও কর্মসংস্থানমুখী বাংলাদেশের। যেখানে থাকবে সমতা, মানবিকতা এবং অগ্রগতির আলো।
তিনি বলেন, আমাদের সামনে আছে অনেক সম্ভাবনা- কৃষি, শিক্ষা, মৎস্য, শিল্প। সবখানেই বাংলাদেশ তথা দৌলতপুর এগিয়ে যেতে পারে। কিন্তু একই সঙ্গে রয়েছে চ্যালেঞ্জ—বেকারত্ব, মাদক, দুর্নীতি ও পরিবেশ দূষণ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি একমাত্র তরুণদের হাতেই।
আমরা যদি শিক্ষিত, সৃজনশীল ও নৈতিক হতে পারি, তবে বাংলাদেশ হবে জ্ঞানের নগরী। আমরা যদি উদ্যোক্তা হই, প্রযুক্তিকে কাজে লাগাই, তবে এখানেই তৈরি হবে কর্মসংস্থানের নতুন দিগন্ত। তাই চলুন, আমরা সবাই মিলে গণতন্ত্র ও উন্নয়নের লড়াইয়ে শামিল হই, তরুণদের নেতৃত্বে গড়ে তুলি আগামীর বাংলাদেশ।
কেএন/টিকে