জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর হিট ক্রাইম সিরিজ 'মির্জাপুর'-এর অপরাধ সাম্রাজ্য এবার পা রাখতে চলেছে সিনেমা জগতে। ভক্তদের জন্য দারুণ সুখবর সিরিজটির কাহিনি এবার বড় পর্দার জন্য প্রস্তুত হচ্ছে। কেবল বড় পর্দায় আসা নয়, জানা গেছে, সিরিজে মারা যাওয়া একাধিক জনপ্রিয় চরিত্রকেও এই সিনেমায় ফিরিয়ে আনা হচ্ছে।
ওটিটি প্লের প্রতিবেদন অনুযায়ী, সিনেমায় সিরিজের প্রধান অভিনেতারা ফিরছেন। এই তালিকায় আছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা ও শ্বেতা ত্রিপাঠী-এর মতো পরিচিত মুখেরা। চমক হিসেবে নতুন করে অ্যাকশনে যোগ দিচ্ছেন অভিনেতা জিতেন্দ্র কুমার ও রবি কিষণ।
তবে সিনেমায় তারা সিরিজের পরিচিত চরিত্রেই ফিরছেন, নাকি একেবারে নতুন ট্রাবলমেকার হিসেবে ধরা দেবেন—তা এখনও গোপন রেখেছেন নির্মাতারা। তবে এতে যে ক্রাইম ড্রামা আরও জমজমাট হবে, সে বিষয়ে সন্দেহ নেই।
'মির্জাপুর: দ্য ফিল্ম'-এর মুক্তির সঠিক দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তবে নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, সিনেমাটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। সিনেমা হলে প্রদর্শনের পরই এটি আসবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। যারা ওটিটি প্ল্যাটফর্ম 'OTTplay Premium'-এর গ্রাহক, তারা বিশেষ টপ-আপের মাধ্যমে সিনেমাটি দেখতে পাবেন।
'মির্জাপুর'-এর প্রধান অভিনেতা আলি ফজল এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, এটি সিরিজের আসল কাস্ট নিয়ে তৈরি হচ্ছে এবং কাহিনিতে সময়কে পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
আলির কথায়, ‘সময়কে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে বলেই হয়তো কিছু মৃত মানুষকেও হাঁটতে দেখা যাবে।’ এই মন্তব্যের পরই ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়েছে যে, সিনেমাটি আসলে সিরিজের ‘প্রিকুয়েল’ বা অতীত কাহিনি তুলে ধরবে।
আলি ফজলের ইঙ্গিত অনুযায়ী, কাহিনি অতীতে ফিরে যাওয়ায় সিরিজের মৃত চরিত্রদের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই তালিকায় থাকতে পারেন মুন্না ত্রিপাঠী (দিব্যেন্দু) এবং কম্পাউন্ডার (অভিষেক ব্যানার্জি)-এর মতো চরিত্ররা।
আইকে/টিকে