শেখ হাসিনা ২২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।
এম এ মালিক বলেন, ‘ভারতের এজেন্ট ‘র’ এখন খুব শক্তিশালী। প্রশাসনের ৮০ ভাগই নিয়ন্ত্রণ করছে ভারতের ‘র’।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ২ বছর জেল খাটিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। কিন্তু একটারও সত্যতা প্রমাণ করতে পারেনি।’
এম এ মালিক বলেন, ‘আওয়ামী লীগের মতো দল তার নেতৃত্বকে ভারতে কাছে বিক্রি করে দিয়েছে।
আপনার বাড়ির উঠান দিয়ে ভারতকে করিডোর দিতে চেয়েছিল, যেটা আপনি ব্যবহার করতে পারতেন না। আপনি আপনার বাড়ির উঠান আরেক বাড়ির কাছে ইজারা দিয়ে দিলে আপনার বাড়ির লোকজন এই উঠান পাড় হতে গেলে তা অবৈধ হবে। এইভাবে হাসিনা দেশ বিক্রি করেছে।’
রামপাল আমাদের দেশের সবচেয়ে গর্বের উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবেশবাদী যারা আছে গাছ-গাছালি, পশু-পঙ্খী, রয়েল বেঙ্গল টাইগার থেকে শুরু করে এইটাও ভারতের কাছে বিক্রি করেছে।
চট্টগ্রাম সমুদ্র বন্দরেও আগে ভারতের কোনো ট্রলার বা জাহাজকে প্রাধান্য দিত তারপর বাংলাদেশ। ৩-৪ দিন ডেমারেজ দিতে হতো। গত ১৫ বছরে হাসিনার বাংলাদেশের এই ছিল অবস্থা।’
ব্যাংকিং খাতের লুটপাট তুলে ধরে যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন, ‘ব্যাংকে টাকা নাই। আপনি ব্যাংকে গেলে ম্যানেজার আপনার পায়ে পড়ে যায়।
এই যে মেশিন দিয়ে টাকা ছাপানো হয় সেই টাকা দিয়ে আপনাদের বেতন দেয়, আবার সার কিনে। আজ যদি আপনাদের ছেলেমেয়েদের বিদেশে পড়াশোনা করতে পাঠান এই টাকা দিয়ে আপনারা পাউন্ড বা রিয়াল কিনতে পারবেন না। এতোটাই দুর্বল আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। হাসিনা ২২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছেন।’
যুক্তরাজ্য প্রবাসী লিলু মিয়ার ব্যবস্থাপনায় সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, তেতলি ইউনিয়ন বিনপির সভাপতি আজমল আলী, লালবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী মিয়া, তেতলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক এবং তেতলী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রোমেল আহমদসহ স্থানীয় নেতারা।
এমআর/টিকে