জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা আর নেই। বুধবার পাঞ্জাব রাজ্যের মোহালির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
জাওয়ান্দার মা ভারতীয় গণমাধ্যমকে বলেন, পাঞ্জাবের সিনেমা শিল্পীরা তার উন্নত চিকিৎসার খরচ বহন করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সোশ্যাল মিডিয়ায় তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। কিন্তু, কোনো প্রার্থনা ফল দিল না।’
গায়কের মৃত্যুতে শোকে স্তব্ধ পাঞ্জাবি ইন্ডাস্ট্রি। সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন তার অনুরাগীরা।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর সিমলা যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে মাথায় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান তিনি। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। দুর্ঘটনার ১৮ দিন পর না ফেরার দেশে পাড়ি জমালেন রাজীব।
সড়ক দুর্ঘটনার পর তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়। মাথায় ও মেরুদণ্ডে আঘাতসহ হৃদরোগে আক্রান্ত হন রাজবীর। এ জন্য তাঁকে তাৎক্ষণিক পাঞ্জাবের মোহালির একটি হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আইসিইউতে ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত লাইফ সাপোর্টে ছিলেন পাঞ্জাবি এই গায়ক।
রাজবীর জওয়ান্দা পাঞ্জাব পুলিশের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছিলেন। তবে সঙ্গীত ও অভিনয়ের প্রতি আগ্রহের কারণে তিনি বিনোদন জগতে ক্যারিয়ার গড়েন। ‘সারদারি’, ‘জোর’, ‘কালি জাওয়ান্দে দি’, ‘রব্ব কারকে’ , ‘মেরা দিল’-এর মতো জনপ্রিয় গানের জন্য দর্শক মহলে পরিচিত পান।
এমকে/টিকে