অর্ধযুগের বেশি সময় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। এশিয়ান কাপ বাছাইয়ে গত দুই ম্যাচে জামাল একাদশ তো দূরের কথা, মাঠেই নামতে পারেননি। অথচ দুই ম্যাচের আগের দিন জামালই অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন। আজ হংকং ম্যাচের আগেও জামাল অধিনায়ক হিসেবে এসেছেন।
অধিনায়ক হয়ে জামাল আসলেও মাঠে খেলবেন কি না কোচ ক্যাবরেরাকে এমন প্রশ্ন ছোড়া হয়েছিল সংবাদ সম্মেলনে। কোচ এখানে বেশ কুশলী উত্তর দিয়েছেন, 'হ্যাঁ, জামাল অধিনায়ক শতভাগ। খেলুক বা না খেলুক; জামালই আমাদের ক্যাপ্টেন।' কোচের মন্তব্যটি উদ্দীপনামূলক হলেও আগামীকাল জামাল মাঠে নামার সুযোগ পাবেন কি না সেটা রহস্যের মধ্যেই রয়েছে।
বাংলাদেশের স্কোয়াডের মধ্যে একমাত্র জামাল ভূইয়ারই হংকংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচোনে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আগামীকাল হংকংয়ের দুর্বলতা নিয়ে প্রশ্ন হলে জামাল বলেন, 'এ বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না। আমরা তাদের দুর্বলতা নিয়ে আলোচনা করেছি। তবে আগামীকাল যারা খেলবে, তাদের সাহস, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস দেখাতে হবে।'
বাংলাদেশ এবার হংকংয়ের বিপক্ষে নামার আগেই নানা প্রতিবন্ধকতার মধ্যে। দুই ফরোয়ার্ড ইব্রাহীম এবং সুমন রেজা ক্যাম্প থেকে ছিটকে গেছেন। আবার তপু বর্মণ, আল আমিনও ইনজুরিতে। তপুকে নিয়ে কোচের মন্তব্য, 'সে উন্নতি করেছে। চোটটা সহজ ছিল না। চিকিৎসক ও ফিজিও দল দুর্দান্ত কাজ করেছে। আজ (ম্যাচের আগের দিন) আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'
কানাডা থেকে গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছেন সামিত সোম। আজ সন্ধ্যায় প্রথম অনুশীলন করেছেন। সামিতকে নিয়ে কোচ বলেন, 'সে গত রাতে এসেছে। মাত্র এক সেশন হয়েছে। ওর যাত্রা দীর্ঘ হলেও ইতিবাচক ছিল। আজ মাঠে দেখে সিদ্ধান্ত নেব।' হামজা-সামিত আসায় বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। এই দুই জনকে নিয়ে কোচ বিশেষভাবে বলেন, 'অবশ্যই, তারা দলকে আরও মানসম্পন্ন করেছে। শুধু খেলায় নয়, তারা অভিজ্ঞতা ও ইতিবাচক মনোভাবও নিয়ে এসেছে। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে পুরো দল।'
আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ নতুন মুখ বাংলাদেশ দলে। আগামীকাল ম্যাচের আগে তাকে নিয়ে কোচের পর্যবেক্ষণ, 'জায়ান খুব মনোযোগী ও নিবেদিত খেলোয়াড়। অনূর্ধ্ব-২৩ দলে ভালো করেছিল। শক্তিশালী দলের বিপক্ষে খেলেছে। এখন জাতীয় দলে ভালো অনুশীলন করছে। দেখা যাক কাল কী হয়।' সুমন রেজা দল থেকে ছিটকে গেলেও এখনো তাকে স্মরণ করছেন হ্যাভিয়ের, 'সেপ্টেম্বরে সে দুর্দান্ত করেছিল, চোট না পেলে এ উইন্ডোতেও ভালো করত। আল-আমিনের সামান্য কাফ ইনজুরি আছে, কাল দেখা যাবে। তবে আকাশ ভালো করছে, তার জন্য এটা একটা ভালো সুযোগ।'
ইএ/টিকে