পেশির চোটে জাতীয় দলের বাইরে চলে গেছেন স্পেনের ডিফেন্ডার ডিন হাউসেন। বিশ্বকাপ বাছাইয়ের আসছে দুই ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ সেন্টার-ব্যাকের জায়গায় ডাক পেয়েছেন আথলেতিক বিলবাওয়ের এমেরিক লাপোর্ত।
তরুণ ফুটবলার হাউসেনের চোট এবং তার বদলে লাপোর্তের দলে ঢোকার বিষয়টি বুধবার জানিয়েছে স্প্যানশি ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
২০ বছর বয়সী হাউসেন সোমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও মঙ্গলবার অনুশীলন করতে পারেননি। পেশিতে সমস্যা অনুভব করেন তিনি।পরে বুধবার করানো পরীক্ষায় তার চোট ধরা পড়ে।
রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মৌসুমে দারুণ খেলছেন হাউসেন। তার এভাবে ছিটকে পড়া স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের পরিকল্পনায় বড় এক ধাক্কা।
অবশ্য ৩১ বছর বয়সী অভিজ্ঞ ফুটবলার লাপোর্তের দলে ফেরাটাও স্পেনের জন্য হতে পারে দারুণ কিছু। গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
বিশ্বকাপের বাছাইপর্বে শনিবার জর্জিয়া এবং মঙ্গলবার বুলগেরিয়ার মুখোমুখি হবে স্পেন।
বাছাইপর্বে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা জর্জিয়া ও তুরস্কের পয়েন্ট সমান ৩ করে।
এমআর