অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি কারাগারে ফ্লোটিলার অস্ট্রেলীয় ক্যাপ্টেন

ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক অস্ট্রেলীয় ক্যাপ্টেন ম্যাডেলিন হাবিবকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখা হবে বলে; যদি না তিনি একটি ঘোষণা–পত্রে সই করেন। এমনটাই জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

তাসমানিয়ার এই নারী ‘কনশায়েন্স’ নামের ত্রাণবাহী জাহাজের ক্যাপ্টেন ছিলেন। তিনি গত ৮ অক্টোবর ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার হন। বর্তমানে দক্ষিণ ইসরায়েলের কেতসিওত কারাগারে আটক আছেন।

ইসরায়েল কর্তৃপক্ষ জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজবহরের যেসব সদস্যকে আটক করা হয়েছে, তাদের সবাইকে একটি ঘোষণা–পত্রে সই করতে বলা হয়েছে, যেখানে উল্লেখ আছে যে তারা গাজা অবরোধ ভাঙার চেষ্টা করেছেন। এই কাগজে সই করলে তাদের তুরস্কে ফেরত পাঠানো হবে। কিন্তু হাবিব সই করতে অস্বীকৃতি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যারা সই করবেন না, তাদের অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলে আটক রাখা হবে।

সই করুক বা না করুক এর আগে আটক ব্যক্তিদের ৭২ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হতো বা নিজ দেশে ফেরত পাঠানো হতো। তবে এবার সেই নিয়ম মানা হয়নি। সূত্র জানিয়েছে, একাধিক কর্মী সই না করেও মুক্তি পেয়েছেন, কিন্তু হাবিব এখনও বন্দি রয়েছেন।

অস্ট্রেলীয় সিনেটর ম্যাককিম বলেন, “আমাদের উদ্বেগ হাবিবের প্রতি আচরণ নিয়ে। কারণ নেগেভ মরুভূমির এই উচ্চ নিরাপত্তার কারাগারে মূলত ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের রাখা হয়, যাদের অনেককে ইসরায়েল ‘জঙ্গি কর্মকাণ্ডে জড়িত’ বলে অভিযোগ করে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার সঙ্গে ওই বহরের আরও ১৪০ জনের বেশি সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকারকর্মী আটক হন। এরই মধ্যে কয়েকজনকে মুক্তি দিয়ে জর্ডানে পাঠিয়েছে ইসরায়েল। তারা শুক্রবার সকালে সিডনিতে পৌঁছেছেন।

অস্ট্রেলীয় পার্লামেন্টের এক শুনানিতে গ্রিনস দলের সিনেটর নিক ম্যাককিম জানতে চান, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাবিবের বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন। তবে গোপনীয়তার কারণে কর্মকর্তারা বিস্তারিত জানাতে পারেননি।

কারাগারে থাকা অবস্থায় হাবিব জানিয়েছেন, তিনি ‘অপমানজনক আচরণের’ শিকার হয়েছেন, যদিও কোনও শারীরিক নির্যাতন করা হয়নি।

অস্ট্রেলীয় কনস্যুলার কর্মকর্তাদের তিনি আরও জানান, তাঁকে কেবল বাসি রুটি ও বিবর্ণ রঙের কলের পানি দেওয়া হয়েছে। তিনি সন্দেহ করছেন তার সেলে ছারপোকা রয়েছে, যদিও তার ভাষায় ‘এমন খারাপ পরিবেশে’ তিনি আগে জাহাজ বা হোস্টেলেও থেকেছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, সরকার গোপনীয়তার কারণে প্রকাশ্যে বিস্তারিত জানাতে পারছে না। তবে আশা করছে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী বন্দিদের প্রতি মানবিক আচরণ করবে।

অস্ট্রেলীয় কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ছুটির কারণে আগামী বুধবারের আগে তারা আবার হাবিবের সঙ্গে দেখা করতে পারবেন না। তবে ধারণা করা হচ্ছে, আগামী রবিবার হাবিবকে কারাগার থেকে মুক্তি দেওয়া হতে পারে।

অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, এই বিষয়ে ইসরায়েলি দূতাবাস ও সরকারের কাছেও প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। তবে তারা এখনও কোনও মন্তব্য করেনি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
জো বাইডেনের ক্যান্সার চিকিৎসায় চলছে থেরাপি Oct 11, 2025
img
রাতের মধ্যে দেশের ৯ জেলায় ঝড়ের আভাস Oct 11, 2025
img
ঢাকাই ছবিতেও অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী Oct 11, 2025
img
বাংলাদেশ আর্মি বিচারের পক্ষে : সেনাসদর Oct 11, 2025
img
জামায়াত ক্ষমতায় গেলে এক বছরেই ঘুরে দাঁড়াবে দেশ : হেলাল উদ্দিন Oct 11, 2025
img
আমি কিছুটা লক্ষ্মী, কিছুটা দুষ্টুও: মনামী ঘোষ Oct 11, 2025
img
লন্ডনে ইলিয়াস কাঞ্চনের খোঁজ নিতে গেলেন রোজিনা Oct 11, 2025
img
ছেলের টানে আবারও একসঙ্গে সুদীপ-পৃথা Oct 11, 2025
img
ভেনেজুয়েলায় অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র: জাতিসংঘে রাশিয়ার অভিযোগ Oct 11, 2025
img
রাজাদের রাজত্ব করার দিন শেষ, এখন হিসাব নেয়ার সময় এসেছে: সারজিস আলম Oct 11, 2025
img
বাগদান সারলেন তানজীব সারোয়ার Oct 11, 2025
img
সব শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করবে সরকার: গণশিক্ষা উপদেষ্টা Oct 11, 2025
img
গাজায় যুদ্ধবিরতি হতে না হতেই, মধ্যপ্রাচ্যের দেশে ইসরায়েলের হামলা Oct 11, 2025
img
১৫ নয় ১৭ অক্টোবর স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদ Oct 11, 2025
img
কোনো দুর্নীতিবাজ বিএনপির সদস্য হতে পারবে না : রিজভী Oct 11, 2025
img
ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সেটা সমতার: মির্জা ফখরুল Oct 11, 2025
img
চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম Oct 11, 2025
img
রোববার থেকে শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শুরু, হবে সরাসরি সম্প্রচার Oct 11, 2025
img
সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর Oct 11, 2025
img

মোস্তফা ফিরোজ

কমিশন কি পারবে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে? Oct 11, 2025