গান-বাজনা হওয়ায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশ থেকে জাতীয় স্টেডিয়াম সরানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।
পবিত্র কোরআন অবমাননাকারীর বিচার, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৭ দফা দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এক সমাবেশে তিনি এ দাবি জানান।
মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে জাতীয় স্টেডিয়াম। এই স্টেডিয়ামে গান-বাজনা হয়।
খেলার নামে, বিনোদনের নামে অ-ইসলামিক অনেক কার্যকলাপ হয়। তাই জাতীয় মসজিদের আশপাশের এলাকায় নাচ-গান এবং কোনো ধরনের গানের অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই সরকারের উচিত প্রয়োজনে বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে জাতীয় স্টেডিয়াম সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করা। স্টেডিয়ামের এই জায়গাকে সরকারি অন্য কোনো গুরুত্বপূর্ণ অফিস, আদালত স্থাপন করে কাজে লাগানোর জন্য আমি সরকারের জোর দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এই দেশের মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছে। ইসলামের অবমাননা, নবীর অবমাননা, কোরআনের অবমাননা আমরা বরদাশত করব না।’
আইকে/টিকে