ক্রীড়াঙ্গন থেকে বর্ণবাদী ও আগ্রাসনবাদী ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি যখন জোরদার হচ্ছে, তখন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নরওয়ে মুখোমুখি হয়েছিল তাদের। অসলোর উল্লেভাল স্তাদিওনে উপস্থিত দর্শকরা মাঠ মুখোরিত করল 'ফি প্যালেসটাইন' স্লোগানে, আর মাঠে আর্লিং হলান্ডরা ছেলেখেলা করলো ইসরায়েলিদের নিয়ে। বিশাল জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিটের আরও কাছাকাছি পৌঁছে গেছে নরওয়ে।
শনিবার (১১ অক্টোবর) বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপীয় অঞ্চলের গ্রুপ 'আই'য়ের ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। হ্যাটট্রিক করেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড। বাকি গোল দুটি আনান খালাইলি ও ইদান নাচমিয়াসের আত্মঘাতী।
এই জয়ের পর ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান সুসংহত করলো নরওয়ে। দ্বিতীয় স্থানে থাকা ইতালির সংগ্রহ ৪ ম্যাচে ১২ পয়েন্ট। শেষ দুই ম্যাচে নরওয়ে আর ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারলেই আগামী বছর যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলবে। সেক্ষেত্রে টানা তৃতীয় বিশ্বকাপে দর্শকের সারিতে থাকার শঙ্কায় পড়ে যাবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
ফিফা ও উয়েফা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ক্রমে চাপ বাড়াচ্ছে সদস্য দেশগুলো। এমনকি ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পেন তো হুমকিও দিয়েছে–ইসরায়েল বিশ্বকাপে অংশ নিলে তারা বিশ্বকাপে খেলবে না।
এমনকি বাছাই পর্বেও দখলদার ও গণহত্যাকারী দেশটির বিপক্ষে খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল ইতালি। নরওয়ের বিপক্ষে ম্যাচটিতেও স্টেডিয়ামে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা। এরই মধ্যে অজস্র ফিলিস্তিনি পতাকা নিয়ে এসেছিলেন নরওয়ের সমর্থকরা। স্টেডিয়ামে গর্জন উঠেছিল 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'। ব্যানারে লেখা, 'শিশুদের বাঁচতে দাও'। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো নরওয়ে। পেনাল্টি পেলেও স্পটকিক থেকে গোল করতে পারেননি হলান্ড। তবে লিড পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ১৮ মিনিটে খালাইলি আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় নরওয়ে।
২৭ মিনিটে প্রায়শ্চিত্ত করেন হলান্ড। আলেক্সান্ডার শরলথের পাস থেকে গোল করেন এই ম্যানসিটি তারকা। পরের মিনিটেই ব্যবধান বাড়ায় নরওয়ে। এবারের গোলটাও আত্মঘাতী, নাচমিয়াস নিজেদের জালেই বল পাঠান। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে। দ্বিতীয়ার্ধে চলে হলান্ড শো। ৬৩ ও ৭২ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই গোলমেশিন। এই দুই গোলেই অ্যাসিস্ট করেন নুসা। এই নিয়ে এবারের বাছাই পর্বে ৬ ম্যাচে ১২ গোল করলেন হলান্ড, অ্যাসিস্টও আছে ২টি।
ইউটি/টিকে