আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে'র ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশের। আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ভরাডুবি হয়েছে টাইগারদের। আফগানিস্তানের দেয়া স্বপ্ল রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ৮১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতলো আফগানিস্তান।
শনিবার (১১ অক্টোবর) আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৮১ রানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করা আফগানরা টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে ৪৪.৫ ওভারে মাত্র ১৯০ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নামা বাংলাদেশ রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাইকে সামলাতে ব্যর্থ হয়ে ২৮.৩ ওভারে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায়।
দলের হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ। বোলাররা ভালো বল করলেও ব্যাটারদের দায়িত্বহীনতার কারণেই এই ভরাডুবি বলে জানালেন মিরাজ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মিরাজ বলেন, 'আমি মনে করি আমরা আজ খুব ভালো বল করেছি, আর ওই রানটা সহজেই তাড়া করা যেত, কিন্তু আজ আমরা খুবই খারাপ ব্যাটিং করেছি।'
প্রথম ম্যচের মতো এই ম্যাচেও জুটি গড়তে ব্যর্থ টাইগাররা। ওপরের দিকের ব্যাটাররা পার্টনারশিপ গড়তে ব্যর্থ হওয়ায় এই হার বলে জানান মিরাজ। তিনি বলেন, 'আমি ছেলেদের বলেছিলাম, ওপরে আমাদের পার্টনারশিপ দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা পার্টনারশিপ শুরু করি, কিন্তু সেটাকে ধরে রাখতে দায়িত্ব নিতে হবে — এখানেই সমস্যা। আমাদের ব্যাটাররা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।'
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা হারলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে টাইগারদের। তার আগে ব্যাটিং ব্যর্থতা ভাবাচ্ছে মিরাজকে, 'আমরা এখন খুব হতাশ, তবে এখনও একটা ম্যাচ বাকি আছে। তার পর আরেকটা সিরিজ আছে, আর আমাদের ভাবতে হবে কীভাবে আরও শক্তভাবে ফিরে আসা যায়। আমাদের ব্যাটিং উন্নত করতে হবে; যদি আমরা রান না করি, তাহলে ওয়ানডেতে টিকে থাকা সম্ভব নয়।'
আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ইউটি/টিকে