মেক্সিকোকে হারিয়ে দেড় যুগ পর অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। সবশেষ ২০০৭ সালে এ টুর্নামেন্টের শেষ চারে খেলেছিল আলবিসেলেস্তেরা। রোববার (১২ অক্টোবর) ভোরে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে মেসির উত্তরসূরিরা। জয়সূচক গোল দুটি করেছেন মায়ের কারিজো ও মাতেও সিলভেত্তি।
চিলির জুলিও মার্তিনেজ স্টেডিয়ামে এদিন বল দখলে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল মেক্সিকোর। তবে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। ১২টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। অন্যদিকে মাত্র ৩৩ শতাংশ সময় বল দখলে রেখে ৯টি শট নিয়ে ৬টিই লক্ষ্য বরাবর রেখেছিল আর্জেন্টিনা।
ম্যাচ শুরুর নবম মিনিটেই লিড পেয়েছিল তারা। আক্রমণে উঠে জিয়ানলুকা প্রেসতিয়ানি পাস দেন ভ্যালেন্তিনো অ্যাকুনাকে। তিনি বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলের উদ্দেশে শট নেন। সেটি ঠেকিয়ে দিয়েছিলেন মেক্সিকো গোলরক্ষক ইমানুয়েল ওচোয়া। তবে ক্লিয়ার করতে পারেননি। এগিয়ে গিয়ে ছয় গজ দূরত্বে বল পেয়ে দ্রুত গোল আদায় করে নেন মায়ের কারিজো।
১৫তম মিনিটে বক্সের বাইরে থেকে প্রেসতিয়ানির দারুণ ক্রস শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন মেক্সিকো গোলরক্ষক। ১৮তম মিনিটে ফের আর্জেন্টাইনদের হতাশ করেন তিনি। ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাতেও সিলভেত্তি। মেক্সিকোর রক্ষণকে বোকা বানিয়ে বল পাস দিয়েছিলেন ভিলাবা। এগিয়ে গিয়ে সেটি দখলে নিয়ে বক্সে ঢুকে জালে জড়ান সিলভেত্তি।
হার যখন প্রায় নিশ্চিত তখন মারমুখী আচরণ প্রকাশ পায় মেক্সিকান ফুটবলারদের মাঝে। দ্বন্দ্বে জড়িয়ে জোড়া হলুদ কার্ডে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মাঠ ছাড়েন ডিফেন্ডার দিয়েগো ওচোয়া। পঞ্চম মিনিটে অপ্রয়োজনীয় ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্ট্রাইকার তাহিয়েল জিমেনেজ।
অন্যদিকে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে দারুণ এক জয়ে উচ্ছ্বাসে মাতে আর্জেন্টিনা। ২০০৭ সালের পর ১৮ বছরের বিরতি দিয়ে ফের আসরটির সেমিফাইনালে পা রাখলো তারা। সেবার চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। টুর্নামেন্টটির সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়নদের সামনে এবার সপ্তম শিরোপার হাতছানি। আগামী ১৬ অক্টোবর ফাইনাল নিশ্চিতের মিশনে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসির উত্তরসূরিরা। আরেক কোয়ার্টার ফাইনারে স্পেনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে দলটি।
এসএস/টিকে