আফগানিস্তানের লেগস্পিন অলরাউন্ডার রশিদ খান সবসময়ই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আতঙ্কের নাম। আগে থেকেই এই তারকার লিগস্পিন ভেলকিতে নাজেহাল হয়ে আসছেন বাংলাদেশি ব্যাটাররা। সেই করুণ দশা গতকালও (শনিবার) দেখা গেল। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রশিদ একাই ৫ উইকেট শিকার করেছেন। ফলে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে মেহেদী হাসান মিরাজের দল হেরেছে ৮১ রানে।
রশিদ-জুজু নিয়ে বাংলাদেশি ব্যাটারদের খেলতে নামার কথা এখন ওপেন সিক্রেট। স্পিন কোচ মুশতাক আহমেদও সেটাকেই সমস্যা বলে চিহ্নিত করেছেন। তার মতে, বাংলাদেশ বল খেলার চেয়ে বোলারকে খেলতে গিয়ে ভুল করেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানি এই কিংবদন্তি বলেন, ‘এটা আমার পর্যবেক্ষণ তারা (ব্যাটাররা) রশিদকে খেলছে, বল নয়। সে খুব বেশি বল স্পিন করায় না, কিন্তু তার অনেক ভ্যালু আছে। সে খুব অভিজ্ঞ এবং একজন ভালো উইকেটশিকারি। সে চ্যালেঞ্জ করে, কারণ তার লাইন-লেংথ খুব ধারাবাহিক।’
বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, ‘আমার মনে হয় আমাদের কখনও কখনও বল খেলতে হবে, বোলারকে নয়। এটাই সেই জায়গা যেখানে আমাদের দ্রুত উন্নতি করতে হবে।’ আন্তর্জাতিক ক্রিকেটে টেম্পারমেন্ট ধরে রেখে খেলার বিকল্প দেখছেন না মুশতাক, ‘আন্তর্জাতিক ক্রিকেট মানেই হলো দারুণ টেম্পারমেন্ট এবং যদি আপনার টেম্পারমেন্ট থাকে, আপনি যেকোনো বোলারের বিপক্ষে খেলতে পারবেন।’
৮.৩ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন রশিদ খান। স্বভাবতই আফগান এই তারকার প্রশংসা ঝরেছে বাংলাদেশের স্পিন কোচের কণ্ঠেও, ‘রশিদকে অভিনন্দন। সে আফগানিস্তানের হয়ে বহু বছর ধরে খুব সফল। কিন্তু একই সময়ে, একটি বাংলাদেশি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের জানা উচিত কিভাবে বল খেলতে হয়, বোলারকে নয়।’
রশিদের মতো বোলারের ওপর চড়াও হওয়া নিশ্চিতভাবেই আত্মঘাতী সিদ্ধান্ত বলেও মনে করেন মুশতাক, ‘রশিদ এবং যেসব বোলাররা উইকেট টু উইকেট বল করে এবং ভালো গতি আছে, তাদের বিপক্ষে এটা খুব কঠিন। তাই আপনাকে শিখতে হবে কীভাবে সিঙ্গেল নিতে হয়, বিশেষ করে কম রানের টার্গেটে। যখন পিচ কিছুটা ধীর থাকে, তখন আপনাকে গ্যাপে খেলতে হবে এবং আপনাকে মূলত সিঙ্গেল নেওয়ার বিকল্প অনুশীলন করতে হবে।’
এসএস/টিকে