হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। বিবিসির প্রতিবেদনে জানা যায় শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বন্ধু ও প্রযোজক ডরি রাথ।
১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেয়া ডায়ান কিটন ১৯৭০-এর দশকে খ্যাতি পান ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কেই অ্যাডামস-কোরলিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত ‘অ্যানি হল’ চলচ্চিত্রে অভিনয়ের পর। এই সিনেমার জন্যই তিনি অস্কার, গোল্ডেন গ্লোব, এবং বাফটা অ্যাওয়ার্ড পান। এরপর তিনি অভিনয় করেছেন একের পর এক জনপ্রিয় সিনেমাতে। ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘মারভিন’স রুম’, ‘সামথিংস গটা গিভ’ এবং
অভিনয়ের পাশাপাশি ডায়ান কিটন পরিচালনাতেও ছিলেন পারদর্শী। তার প্রথম পরিচালনা ‘হেভেন’ (১৯৮৭) ছিল পরলোকবিশ্বাস নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি। পরে তিনি পরিচালনা করেন ‘আনস্ট্রাং হিরোজ’ (১৯৯৫), যা কান চলচ্চিত্র উৎসবে ওয়ান সার্টেন রীগার্ড বিভাগে মনোনীত হয়। ২০০০ সালে তিনি ‘হ্যাংগিং আপ’ নামে একটি কমেডি-ড্রামা চলচ্চিত্র পরিচালনা করেন, যেখানে মেগ রায়ান ও লিসা কুড্রোর সঙ্গে নিজেও অভিনয় করেছিলেন।
ডায়ান কিটনের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া। অভিনেত্রী বেট মিডলার, যিনি কিটনের সঙ্গে ফার্স্ট ওয়াইভস ক্লাব-এ অভিনয় করেছিলেন, ইনস্টাগ্রামে লেখেন— অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। তিনি ছিলেন নিঃস্বার্থ, হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক।
অভিনেতা বেন স্টিলার এক্স (টুইটার)-এ লিখেছেন, ডায়ান কিটন ছিলেন এক অনন্য প্রতিভা হাস্যরস, স্টাইল ও অভিনয়ে এক অবিস্মরণীয় কিংবদন্তি। কিটনের সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সামার ক্যাম্প’, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন ইউজিন লেভি ও ক্যাথি বেটস।
এবি/টিকে