ময়মনসিংহে মালিক-শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের ধর্মঘট চলায় নেত্রকোণা থেকে ঢাকা ও ময়মনসিংহগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন উপজেলা থেকে আসা ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুরগামী যাত্রীরা।
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ঢাকা পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশন।
রোববার (১২ অক্টোবর) সকাল থেকে নেত্রকোণা আন্তঃজেলা বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন নিম্নআয়ের কর্মজীবীরা পড়েছেন বেশি বিপাকে। অনেকেই কিছু বাড়তি টাকা লাগলেও সিএনজি পিকআপ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন তাদের গন্তব্যে।
আবুল বাশার নামে ঢাকাগামী এক যাত্রী বলেন, পূর্বের কোনো নির্দেশনা ছাড়াই তারা হঠাৎ বাস চলাচল বন্ধ করে দিয়েছে। আমি কলমাকান্দা থেকে সকালবেলা এসেছি ঢাকা যাব বলে। কিন্তু এখানে এসে দেখি বাস চলাচল বন্ধ। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। এভাবে হুট করে গাড়ি বন্ধ করে দেওয়ার কোন মানে হয় না। আমি একটু বেসরকারি অফিসে চাকরি করি আজকে অফিসে না যাওয়াতে আমার চাকরিতে অনেক ঝামেলা হতে পারে। এখন হয়তো পিকআপে করে কোন রকম ঢাকায় পৌঁছাতে হবে।
নেত্রকোণা আন্তঃজেলা বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব মিয়া বলেন, আমরা আমাদের মালিক-শ্রমিক সমিতির নেতাদের নির্দেশনা অনুযায়ী বাস চলাচল বন্ধ রেখেছি। গাড়ি চলাচল বন্ধ থাকায় আমরা যারা শ্রমিক রয়েছি তারা খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি। কারণ আমাদের উপার্জনের একমাত্র রাস্তা হচ্ছে এটি। আশা করছি আলোচনার মাধ্যমে আগামী কাল থেকে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হতে পারে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ দেশের এক গণমাধ্যমকে বলেন, গতকাল আমাদের জুলাই যোদ্ধার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এ বিষয়ে আমাদের কর্মসূচি ছিল। কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে ও প্রশাসনের আশ্বাসে আমরা কর্মসূচি বাতিল করেছি। এখন যে জনদুর্ভোগ হচ্ছে সেটা আওয়ামীদের দোসর ও ফ্যাসিস্টদের কারসাজির কারণে। শামীম পরিবহনের মালিকের ইন্ধনে তারা বাস চলাচল বন্ধ রেখেছে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হান গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাসটার্মিনালে যান। এ সময় তাকে পরিবহন শ্রমিক জুলাইযোদ্ধা বলে টিটকারি দেয়। এ নিয়ে তখন বাগবিতণ্ডা হয়। ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকাধীন ইউনাইটেড পরিবহন ঢাকা-ময়মনসিংহে চলাচল বন্ধ করে দেয়। এছাড়া তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানানো হয়।
এবি/টিকে