মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট উন্নয়নে রোড থেকে রেলের দিকে নজর সরকারের

বাংলাদেশের সড়ক ব্যবস্থার অতিরিক্ত চাপ কমাতে অন্তর্বর্তীকালীন সরকার এখন রেলভিত্তিক মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট ব্যবস্থার দিকে নজর দিচ্ছে বলে জানিয়েছেন পরিবহন সেক্টরে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। তিনি বলেছেন, দেশের প্রধান সড়কগুলো এতটাই স্যাচুরেটেড হয়ে গেছে যে, এগুলোর উপর আরও চাপ দেওয়া সম্ভব নয়।

তাই রেল ও ওয়াটারওয়ে ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (১২ অক্টোবর) রাজধানীর রেল ভবনে সড়ক, রেলপথ, যোগাযোগ অবকাঠামো ও পরিবহন সম্পর্কিত খাত নিয়ে কাজ পেশাদার সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর) আয়োজিত এক মতবিনিময় তিনি এ কথা বলেন।

শেখ মইনউদ্দিন বলেন, এতদিন পর্যন্ত আমাদের সব এমফেসিস ছিল শুধু সড়কের ওপর। কিন্তু এখন রোডের থেকে এমফেসিস সরিয়ে রেলের দিকে ফোকাস দিতে চাই। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজারসহ বড় রুটগুলো এত বেশি কনজেস্টেড হয়ে গেছে যে, সেগুলো আর স্টেবল নয়। আমাদের লক্ষ্য হলো প্রতিটি জেলার হাব ও যাত্রী কেন্দ্রগুলোতে ট্রেন, বাস ও ওয়াটারওয়ের মধ্যে সিমলেস ট্রানজিশন তৈরি করা।

তিনি বলেন, লোকোমোটিভ ও কোচের অভাব থাকলেও আমরা নির্দিষ্ট লাইনে ট্রেন পরিচালনা করতে চাই। মাস্টার প্ল্যান অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো ঠিক করবে কোথায় ট্রেন ও প্যাসেঞ্জার রেল চালানো হবে। এতে ট্রানজিশন কার্যকর হবে এবং প্রতিটি হাবের মধ্যে সংযোগ স্থাপন হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ফাইনাল পরিকল্পনা চূড়ান্ত করতে ছয় থেকে আট মাস সময় লাগতে পারে। তবে প্রাথমিক, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার গ্যাপ প্রায় ঠিক করে নেওয়া হয়েছে। এর ফলে ট্রাফিক ঢাকা কেন্দ্রিক না থেকে দেশের বিভিন্ন রুটে ছড়িয়ে যাবে। ঢাকা শহরের ট্রাফিক এতটাই জটিল যে বড় রোড বানালেও পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা ঠিক না থাকলে সুবিধা সীমিত থাকে। আমাদের লক্ষ্য হলো জনগণ বাসা থেকে অফিসে এবং অফিস থেকে বাসায় নিরাপদে পৌঁছাবে। ট্রাফিক ব্যবস্থাপনায় সিমলেস ট্রানজিশন ও মাল্টি-মোডাল সিস্টেম নিশ্চিত করা অত্যাবশ্যক।

তিনি বলেন, আমরা চাই রোড, রেল ও ওয়াটারওয়ের মধ্যে এমন সমন্বয় তৈরি হোক যা সঠিক সময়সীমার মধ্যে কার্যকর হবে। এতে যাত্রী ও মালামাল পরিবহন আরও নিরাপদ, সাশ্রয়ী এবং কার্যকর হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার, রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


আইকে/এসেএন

Share this news on:

সর্বশেষ

img
গুলশান-বনানীতে অবৈধ শিশা বারে ডিএনসির অভিযান, গ্রেপ্তার ৬ জন Oct 12, 2025
img

ন্যাম মন্ত্রী পর্যায়ের সভা

উগান্ডার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্র উপদেষ্টা Oct 12, 2025
img
অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না: এনসিপি নেতার হুঁশিয়ারি Oct 12, 2025
img
শাকিবের নতুন ‘গোঁফ লুক’ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা Oct 12, 2025
img

গোলাম মাওলা রনি

রাজনীতিতে পালানো অপমান নাকি বাস্তবতার নিয়ম—কী বলছে ইতিহাস? Oct 12, 2025
img
খুলনাকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার এনসিএলের চ্যাম্পিয়ন রংপুর Oct 12, 2025
img
সারজিস আলমের অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, ব্যাখ্যা দিল নেসকো Oct 12, 2025
img
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপি নেতাকে অব্যাহতি Oct 12, 2025
img
ওএমআর পদ্ধতিতে হবে চাকসু নির্বাচন Oct 12, 2025
img
সৌদি আরবে গ্রেপ্তার ২১ হাজারের বেশি প্রবাসী Oct 12, 2025
img
পরিচালকের ব্যক্তিগত ফোন ও হার্ড ডিস্ক চুরি Oct 12, 2025
img
শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি Oct 12, 2025
img
মক্কা অঞ্চলে নতুন সোনার খনি আবিষ্কার, বিস্তৃতি ১২৫ কিমি! Oct 12, 2025
img
হংকংয়ে বাংলাদেশ দল, মাঠের মান ও দূরত্ব বিড়ম্বনায় Oct 12, 2025
img
কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না : দুলু Oct 12, 2025
img
ফিল্মফেয়ারে আবেগের ঝড়, শাহরুখের সঙ্গে কাজলের ‘কালজয়ী’ স্মৃতি Oct 12, 2025
img
ডিএফটি এয়ারপোর্ট মূল্যায়নে নিরাপত্তা ও সেবায় সন্তোষজনক অবস্থানে বাংলাদেশ Oct 12, 2025
img
চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার Oct 12, 2025
img
এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন বাবর আজম Oct 12, 2025
img
১০ দলের বিষয়ে অধিকতর তদন্ত করছে ইসি Oct 12, 2025