মালয়েশিয়ায় আসন্ন ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যোগদানের প্রতিবাদে কুয়ালালামপুরে তীব্র বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) রাতেও বড় বিক্ষোভ হয়েছে।
মালয়েশিয়ায় আসন্ন ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যোগদানের প্রতিবাদে কুয়ালালামপুরে বিক্ষোভ। ছবি: সংগৃহীত
শনিবার সন্ধ্যা থেকেই কুয়ালালামপুরের জুলু নেগারায় জড়ো হতে শুরু করে বিক্ষোভকারী। অংশ নেয় গাড়ি, মোটরসাইকেল এবং এমনকি লরিও। এরপর রাত ৯টায় জুলু নেগারা থেকে বিক্ষোভ মিছল শুরু হয় এবং মার্কিন দূতাবাস, কেএলসিসি, বুকিত বিনতাং ও দাতারান মারডেকার মতো শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে পাদাং মেরবকে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা বহন করেন। হর্ন বাজিয়ে তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। শহরের মধ্যদিয়ে মিছিল চলার সময় বহু সাধারণ মানুষ এতে যোগ দেয়। ফলে মিছিলের আকার আরও বাড়তে থাকে এবং যান চলাচল ধীর হয়ে আসে।
পথে প্রতিটা বিরতিতে সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা ফিলিস্তিনের প্রতি সমর্থন ও ইসরাইলের নিন্দা জানিয়ে বক্তব্য দেন। একজন বক্তা বলেন, ‘ফিলিস্তিন যদি মুক্ত না হয়, তবে আমাদের কেউই মুক্ত নই।’ বিক্ষোভ শেষ মুহূর্তে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্টের ছবিতে আগুন দেয়।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগামী ২৩ অক্টোবর ছয়দিনব্যাপী ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু হবে। শেষ হবে ২৮ অক্টোবর। সম্মেলনের মাঝে ২৬ অক্টোবর ট্রাম্পের অংশ নেয়ার কথা রয়েছে। ট্রাম্পের সম্ভাব্য সফরের প্রতিবাদে গত সপ্তাহে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থেকে আসিয়ান সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি বাতিলের দাবি উঠেছে।
এ বিষয়ে গত ৫ অক্টোবর মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি বলেন, আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণ আয়োজক দেশ হিসেবে মালয়েশিয়ার কোনো একক সিদ্ধান্ত নয়, বরং এটা আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, বর্তমান আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়া ১০ আসিয়ান সদস্য দেশের সম্মিলিত সিদ্ধান্তকে সম্মান করে। মালয়েশিয়া আসিয়ানের কূটনৈতিক ঐকমত্য মেনে চললেও গাজা ও ফিলিস্তিন সম্পর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে একটি দৃঢ় অবস্থান বজায় রাখবে।
এমকে/এসএন