বলিউডের সবচেয়ে প্রভাবশালী পরিবার বচ্চন পরিবার। যে পরিবারের সবাই তারকা। তবে বিভিন্ন কারণে আলোচনায়ও থাকে পরিবারটি। সাম্প্রতিক সময়ে বচ্চনপুত্র অভিষেক ও বধূ ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনে পানি কম ঘোলা হয়নি।
তবে এখনো একসঙ্গেই রয়েছেন এই তারকা জুটি। এরই মধ্যে অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ঐশ্বরিয়া।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ঐশ্বরিয়া রাই অমিতাভ বচ্চনের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন। শনিবার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেন সেটায় দেখা যায়, অমিতাভ বচ্চন কাঁধে ছোট্ট আরাধ্যা বচ্চনকে নিয়ে সেলফি তুলছেন।
বিগ বি-র মাথায় আছে একটি ছোট্ট মুকুট, মুখে উজ্জ্বল হাসি। ছবির সঙ্গে ঐশ্বরিয়া লিখেছেন, হ্যাপি বার্থডে ডিয়ারেস্ট পা-দাদাজি। ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ থাকুক সর্বদা।
এই ভালোবাসাময় পোস্টে ভক্তরা মন্তব্যের বন্যা বইয়ে দেন।
একজন লিখেছেন, ঐশ্বরিয়া, তুমি সত্যিই মন থেকে ভালো মানুষ। আরেকজন মন্তব্য করেন, তিনি সবসময়ই অমিতাভকে জন্মদিনে শুভেচ্ছা জানান।
গত বছর ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের মধ্যে দূরত্বের গুঞ্জন শোনা গেলেও, পরবর্তী সময় সেই খবরের সত্যতা পাওয়া যায়নি। দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। চলতি বছরের আগস্টে তারা আরাধ্যাকে নিয়ে ছুটি কাটিয়ে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে ফেরেন, যা ভক্তদের মাঝে স্বস্তি এনে দেয়।
এর আগে, অনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বরিয়া ও আরাধ্যাকে একসঙ্গে দেখা গেলেও, অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতা, অগস্ত্য ও নব্যা আলাদা করে অংশ নেন, যা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সে থেকেই মূলত গুঞ্জন উঠেছিল। তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে একসঙ্গেই রয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া।
এমকে/এসএন