সিলেটের বিশ্বনাথে ছিনতাই মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই সাজাপ্রাপ্ত আসামি হলেন উপজেলার লামাকাজি ইউনিয়নের দোকানিপাড়া গ্রামের বাসিন্দা শামছুল ইসলাম (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে একটি ছিনতাই মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ছিনতাই মামলা রয়েছে। এ মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
ওসি এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি শামছুল ইসলামকে সোমবার আদালতে পাঠানো হবে।
ইএ/টিএ