ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনা দিয়েছেন, তার সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি মনে করেন, ওই পরিকল্পনায় পর্যাপ্ত স্পষ্টতা নেই।
ল্যাভরভ বলেন, ‘ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় শুধু গাজার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।’
অনলাইন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি ট্রাম্প কেবল গাজা নিয়ে কথা বলেছেন, কিন্তু পশ্চিম তীরের ভবিষ্যৎ কী হবে, তা স্পষ্ট নয়। আমরা আশা করি, এই বিষয়ে পরিকল্পনাটি আরো পরিষ্কারভাবে উপস্থাপন করা হবে।’
এটি ছিল মস্কোর এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বিবৃতি। রাশিয়া জানাল ট্রাম্পের পরিকল্পনাকে যথেষ্ট বিস্তারিত এবং সুদূরপ্রসারী বলে মনে করে না।
যদিও ল্যাভরভ আরো বলেছেন, রাশিয়া আশা করে পরিকল্পনার অধীনে ইসরায়েল এবং হামাসের মধ্যে সম্পাদিত সমস্ত চুক্তি বাস্তবায়িত হবে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়া এই অঞ্চলের সকল পক্ষের সাথে যোগাযোগ ব্যবহার করে শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।
সূত্র : রয়টার্স।
কেএন/টিকে