অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাঁদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তার এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ নিয়ে একটি টক শোতে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। তিনি বলেছেন, উপদেষ্টাদের কল রেকর্ড জামায়াত নেতা কীভাবে পেলেন তা জানতে হবে।
জাহেদ উর রহমান বলেন, কয়েকজন উপদেষ্টার সেইফ এক্সিজ প্রসঙ্গে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, নির্বাচনসহ সবকিছুর সঙ্গে খুব বেশি সম্পর্কিত।
নাহিদ ইসলাম তার বক্তব্যে যে দাবি করেছেন, তাতে বেআইনি কিছু নেই। তিনি উপদেষ্টা ছিলেন, তার কাছে তথ্য থাকতেই পারে। কিন্তু তিনি দাবি করেননি যে, তার কাছে কল রেকর্ড আছে।
নাহিদ ইসলামের বক্তব্যের সঙ্গে জামায়াত নেতার কল রেকর্ড প্রসঙ্গে দেওয়া বক্তব্যের মৌলিক পার্থক্য রয়েছে।
তিনি বলেন, যদি জামায়াত নেতার কাছে কল রেকর্ড না থাকে এবং তিনি যদি কেবল রাজনৈতিক চাপ তৈরির এ কথা বলে থাকেন তাহলে এটা একটা বিভৎস্য ব্যাপার। তিনি আগের মতো স্বাভাবিক ভাষায় সমালোচনা করতে পারতেন। যদি এই রেকর্ড না থাকে তাহলে তিনি মিথ্যা তথ্য দিচ্ছেন।
এটা ভয়ঙ্কর।
তিনি আরো বলেন, যদি তার কাছে কল রেকর্ড থেকে থাকে, তাহলে প্রশ্ন উঠে উপদেষ্টাদের কল রেকর্ড জামায়াত নেতার কাছে গেল কীভাবে? কল রেকর্ড কোনোভাবেই জামায়াত নেতার কাছে যাওয়া সম্ভব নয়। এখানে মারাত্বক আইনী ব্যত্যয় ঘটেছে। সরকারের উচিত জামায়াত নেতা ডা. তাহেরকে জিজ্ঞাসাবাদ করা। এটা জানতে হবে তিনি কীভাবে কল রেকর্ড পেলেন।
বিষয়টি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।
আইকে/টিএ