প্রথম ছবিতেই বাজিমাত। বড় চুল, হাতে গিটার আর এক সংবেদনশীল মন নিয়ে রুপালি পর্দায় ‘কৃষ কাপুর’ রূপে আত্মপ্রকাশ করে রীতিমতো দর্শকমহলে করেছেন আহান পাণ্ডে। চলতি বছরের অন্যতম বড় হিট দিয়েছে তার অভিনীত ছবি ‘সাইয়ারা’। তবে সেই সাফল্য নিয়ে বসে থাকতে নারাজ ২৭ বছর বয়সী এই অভিনেতা।
নিজেকে নতুন করে ভাঙছেন আহান, এবার শুরু করলেন নতুন প্রস্তুতি। 'কৃষ কাপুর'কে যে তিনি পিছনে ফেলে অনেকটা এগিয়ে এসেছেন, অহানের নতুন লুক তারই প্রমাণ।
সম্প্রতি অভিনেতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছোট করে কাটা চুল, স্বল্প দাড়ি ও পরনে লেদার জ্যাকেটে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন তিনি।
ক্যাপশনে শুধু লিখেছেন, ‘এটা একটা কাট।’
আইকে/এসএন