এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জিএসপি প্লাস স্কিমের আওতায় অব্যাহত বাজার প্রবেশাধিকার নিশ্চিত করতে নেদারল্যান্ডসের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হেগে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ষষ্ঠ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ সহায়তা চেয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হেগে অনুষ্ঠিত সভায় ঢাকার পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ক্রিস্টিয়ান রেবারগেন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বাংলাদেশ প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার জন্য ডাচ সরকারকে ধন্যবাদ জানায়। ডাচ পক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করে।
উভয় প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ ও যৌথ উদ্যোগের প্রসার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণের উপায় নিয়ে আলোচনা করে। বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে বিশেষ করে ইইউ’র জিএসপি প্লাস স্কিমের আওতায় অব্যাহত বাজার প্রবেশাধিকার নিশ্চিত করতে নেদারল্যান্ডসের সহায়তার গুরুত্বের ওপর জোর দিয়েছে।
উভয় পক্ষ নেদারল্যান্ডসের যথেষ্ট প্রযুক্তিগত দক্ষতা এবং দেশের টেকসই ভবিষ্যৎ গঠনে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’-এর কৌশলগত গুরুত্বকে স্বীকৃতি দিয়ে পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রতিরোধে তাদের চলমান সহযোগিতার প্রতিফলন দেখিয়েছে। তারা কৃষি, টেকসই শক্তি (বা নবায়নযোগ্য শক্তি), বন্দর ও লজিস্টিক অবকাঠামো, জাহাজ নির্মাণ এবং জাহাজ ভাঙার পাশাপাশি ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।
এ ছাড়া, সভায় শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদার করার ওপরও জোর দেওয়া হয়। প্রতিনিধি দল গাজার শান্তি প্রক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমন্বিত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করে।
তারা জাতিসংঘের ব্যবস্থাকে শক্তিশালী করার এবং জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড ত্বরান্বিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশ্বব্যাপী জলবায়ু সঙ্কট মোকাবিলায় অভিন্ন দায়িত্ব এবং ন্যায়সঙ্গত উন্নয়নে আর্থিক সহায়তার ওপর জোর দেন। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনের জরুরি প্রয়োজনীয়তার ওপর উভয় পক্ষ জোর দিয়েছে।
এসএস/টিএ