বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার ও ক্রীড়াঙ্গনে দুর্নীতির কারণে অনেক ভালো খেলোয়াড় ঝরে গেছে। ক্রীড়াঙ্গনে ভালো ভালো খেলোয়াড় আসতে পারে নাই। সেই জায়গা থেকে ফুটবল-ক্রিকেটকে কিভাবে আন্তর্জাতিক মানের গড়ে তোলা যায়, সেজন্য কিন্তু বিএনপি বদ্ধপরিকর। আমরা ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে চাই এবং আরো জনপ্রিয় করতে কাজ করে যাব।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেলবাড়িয়া বালুর মাঠে আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে যদি জাগ্রত করতে হয় তাহলে সারা দেশে সুন্দর ও যুগোপযোগী মাঠের প্রয়োজন। বাংলাদেশে যেটার অভাব রয়েছে। আমাদের ৩১ দফায় ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা হবে। নিজের ছেলের ফুটবল খেলার প্রসংশা করে শামা ওবায়েদ বলেন, আমি ফুটবল খেলা পছন্দ করি। ক্রিকেটের চেয়ে ফুটবল আমি বেশি দেখি। কারণ আমার ছেলে ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমী।
সে নিজেও ফুটবল ভালো খেলে। আমার ছেলে মেসির ফ্যান। এখন সে অনেক বড় হয়ে গেছে। এত বড় হওয়ার পরেও আমার ছেলে তার রুমে শুধু মেসির ছবি টানিয়ে রেখেছে। আমার ছেলের জন্যই আমি মূলত ফুটবলটাকে বেশি এনজয় করি।
ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. বেলায়েত তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ প্রমুখ।
এসএস/টিএ