জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাহিদা মোতাবেক কৃষি মন্ত্রণালয় থেকে সার অনুমোদন না করলে সংকট দেখা দেবে এটাই স্বাভাবিক। তবে জেলার চাহিদা মোতাবেক সারের বরাদ্দ সঠিকভাবে দিলে সারাদেশের কোনো জেলায় সার সংকট হবে না বলে জানিয়েছেন ডিলাররা।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য জানান।
বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল এবং সকল সারের বিক্রয় কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণসহ ৪ দফা দাবিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার (ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল) নেতৃবৃন্দ অংশ নেন।
সংবাদ সম্মেলনে কৃষকদের চাহিদা মতো সার বরাদ্দ, ডিলারদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার বন্ধ, কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল রেখে অংশীজনের সাথে আলোচনা করে নতুন নীতিমালা প্রনয়ণের দাবি জানানো হয়।
অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নীতিমালা সংক্রান্ত কোনো পরিবর্তন আনলে তা রাজনৈতিক সরকার গঠনের পর আবার পরিবর্তন হবে। তাই সংশ্লিষ্ট সকল পর্যায়ের অংশীজনদের সঙ্গে বিষয়টি নিয়ে মতামতের মাধ্যমে নতুন নীতিমালা কার্যকর করা যেতে পারে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এস. এম বাবুল, বর্তমান পরিচালক শহিদুর রহমান, সাবেক পরিচালক মো. চাঁদ মিয়া প্রমুখ।
এবি/টিকে