বিয়ের পর কিছুদিন অভিনয় থেকে সামান্য বিরতি নিলেও আবার শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত কীর্তি সুরেশ। দক্ষিণ ভারতীয় জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান দিল রাজু প্রোডাকশনের ব্যানারে একে একে দুটি বড় ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। প্রথম ছবিটির নাম ‘রাউডি জনার্দন’। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন বিজয় দেবরাকোন্ডা। পরিচালনা করছেন রবি কিরণ। শুরু থেকেই ছবিটি নিয়ে তুমুল আগ্রহ দেখা গেছে, কারণ এটি মূলত জনতার জন্য বানানো একেবারে গণবিনোদনধর্মী ছবি, যেখানে কীর্তিই থাকবেন মূল নারীপ্রধান চরিত্রে।
এর পরপরই কীর্তি সুরেশ যোগ দিচ্ছেন আরেকটি নারী-কেন্দ্রিক প্রজেক্টে, যার নাম ‘ইল্লাম্মা’। পরিচালনা করছেন বেণু এবং সংগীতে আছেন দেবী শ্রী প্রসাদ। প্রথমে ধারণা করা হয়েছিল ছবিটিতে অভিনেতা নানিকে দেখা যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গল্পের গভীরতা এবং চরিত্রের শক্তির কারণে কীর্তি সুরেশকে নিয়েই এগোচ্ছে নির্মাতা পক্ষ। গ্রামীণ আবহে নির্মিত এক শেকড়মুখী নারীর সংগ্রাম তুলে ধরার এ গল্পে কীর্তি সুরেশকে আবার এক নতুন মাত্রায় দেখার প্রত্যাশা করছেন ভক্তরা।
এই দুই শক্তিশালী চিত্রনাট্য ও প্রভাবশালী নির্মাতাদের সঙ্গে কাজের মধ্য দিয়ে কীর্তি সুরেশ নিঃসন্দেহে আবারও শীর্ষ সারির নায়িকা হিসেবে নিজ অবস্থান পুনর্দখলের মঞ্চ প্রস্তুত করে ফেলেছেন।
ইএ/টিএ