বয়স ‘দুই’-ও ছোঁয়নি! আগামী নভেম্বরে দু’ বছরে পা দেবে ইয়ালিনি। আর এই বয়সেই খুদে হাতে গুরুভার পালন করতে দেখা গেল একরত্তি রাজকন্যাকে। কর্মসূত্রে মা শুবশ্রী গঙ্গোপাধ্যায় কলকাতার বাইরে। স্বাভাবিকভাবেই উৎসব-অনুষ্ঠানের দিনে মাকে ছাড়া সন্তানদের মন কেমন করে! তবে ইয়ালিনির ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। মা-বাবার ব্যস্ত শিডিউলের জন্য ছোট থেকেই ঠাকুমা, তুতো দিদির কাছে থাকতে অভ্যস্ত সে। এবার দীপাবলির মরশুমেও মা-বাবাকে ছাড়াই চর্চার শিরোনামে চক্রবর্তী পরিবারের নয়নমণি।

খুদে হাতে প্রদীপ সাজাতে দেখা গেল ইয়ালিনি চক্রবর্তীকে। পরনে গোলাপি জামা। কপালে ছোট্ট টিপ। তুলতুলে হাতে প্রদীপের বুকে তুলো সাজাতে দেখা গেল তাকে। আর খুদে ইয়ালিনির এহেন কর্মকাণ্ডের ত্বত্ত্বাবধানে পিসতুতো দিদি সৃষ্টি পাণ্ডে। ভূত চতুর্দশীর দিন বন্দেভারতে মালদা পাড়ি দিয়েছেন মা শুভশ্রী। সেখানেই একাধিক পুজো উদ্বোধনের ‘কমিটমেন্ট’ রয়েছে সুপারস্টার নায়িকার। পেশাদার শিল্পী হিসেবে দর্শকের মনোরঞ্জনের জন্য এই মুহূর্তে তিনি শহর থেকে, সন্তান-পরিবারের থেকে দূরে। তবে মাকে ছেড়ে কোনও কান্নাকাটি নেই ইয়ালিনির। বরং দিদির সঙ্গে চতুর্দশীর চোদ্দো বাতি সাজাতে ব্যস্ত সে। আর মিষ্টি মুহূর্তই ক্যামেরাবন্দি করে সোশাল পাড়ায় ভাগ করে নিয়েছেন সৃষ্টি। যা দেখে নেটপাড়াও গদগদ।
কেউ শুভশ্রীর মাতৃত্বের প্রশংসা করেছেন তো কেউ বা আবার মজে খুদের কাণ্ডকারখানায়। আর ইয়ালিনি যে লক্ষ্মীমন্ত সেকথা আগেও শোনা গিয়েছে। এবার খুদে হাতে বাড়ির গুরুভার পালন করে ফের নেটপাড়ার মন কাজল রাজকন্যে। একটু একটু করে বেড়ে উঠছে ইয়ালিনি। মে মাসেই স্কুলে ভর্তি হয়েছে সে। তারকা মা-বাবার পাশাপাশি ইউভান-ইয়ালিনির অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়। প্রসঙ্গত, বলিউডের পাশাপাশি যে কোনও সিনেইন্ডাস্ট্রির স্টারকিডদের নিয়েই দর্শক-অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল থাকে। টলিউডও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তারকা মা-বাবাদের পাশাপাশি তারাও লাইমলাইটে বিরাজমান। খুদেদের মজার কাণ্ডকারখানা নিয়েও আলোচনার অন্ত নেই। সেই তালিকায় রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান-ইয়ালিনীও রয়েছে।
এসএন