কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নুরুল ইসলাম নামের এক ইউপি সদস্যের বাড়ির ছাদে তল্লাশি করে রোদে শুকানো অবস্থায় ৬০ কেজি ও পুকুর পাড়ে লুকিয়ে রাখা আরও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর শশীদল এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম শশীদল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। অভিযানে কাউছার (৩০) নামের এক যুবককে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল উত্তর পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় কাউছার নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে রোদে শুকানো অবস্থা থেকে ৬০ কেজি ও পুকুর পাড়ে লুকিয়ে রাখা আরও ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য নুরুল ইসলাম ও তার ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওসি সাজেদুল ইসলাম বলেন, অভিযান পরিচালনা করে বিপুল গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক ও ভারতীয় অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। অভিযানে আমরা একজনকে আটক করেছি। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
পিএ/টিএ