শ্রেয়স আইয়ার যে ভালোই নাচেন, সেটা নিয়ে কোনও সংশয় নেই। তা বলে একেবারে মিউজিক ভিডিও! আর সেটাও কি না ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদা শর্মার। সেখানে বরং শ্রেয়সের ‘আদা’ দেখে চোখ কপালে নেটিজেনদের। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে ব্যস্ত শ্রেয়স। মাঝে এশিয়া কাপে সুযোগ না পাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। ‘ফাঁকা’ সময় অপব্যয় করেননি ভারতের ক্রিকেট তারকা। সেই সময় তিনি আবির্ভূত হয়েছেন ‘বুলেট আশিকানা’ নিয়ে।
আজ্ঞে হ্যাঁ, এটাই গানের নাম। একটি অনলাইন গেমিং সংস্থার বিজ্ঞাপনী প্রচারে আদার সঙ্গে কোমর দোলালেন শ্রেয়স। যদিও শ্রেয়সের ‘মুভস’ দেখে বোঝার উপায় নেই, এটা বিজ্ঞাপনী প্রচার। বরং আদার সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে চর্চা শুরু হয়েছে। বলি নায়িকার পরনে ছিল সোনালি শর্ট ড্রেস। আর পাঞ্জাব কিংসের ‘সরপঞ্জ’ মাতিয়ে দিলেন কালো গলাবন্ধ ব্লেজারে। কখনও তিনি নাচের তালে আদার চুল সরিয়ে দিলেন, কখনও বা দুজনে মিলে ‘সালাম’ জানালেন। মোট কথা, শ্রেয়সের স্টেপসে ‘ফিদা’ নেটিজেনরা।
বাইশ গজে শ্রেয়সের ব্যাট থেকে বুলেটের মতো শট বেরোয়। ‘বুলেট আশিকানা’য় নাচতে নেমেও দক্ষতার প্রমাণ দিলেন। এবার কি বলিউডেও পা রাখতে চলেছেন প্রাক্তন নাইট তারকা? নাচের প্রতি শ্রেয়সের ভালোবাসা নতুন কিছু নয়। যুজবেন্দ্র চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে নাচের একাধিক রিল ভাইরাল হয়। এমনকী রোহিত শর্মাকে ‘ছম ছম নাচদি ফিরা’তেও নাচিয়েছিলেন। কিন্তু নিছক মজার ছলে নাচা আর পুরোদস্তুর বলিউডি কায়দায় কোমর দোলানো তো এক জিনিস নয়।
৩ মিনিট ১৮ মিনিটের গানটি ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ভিউ ৬০ লক্ষ ছাড়িয়েছে। বলাই বাহুল্য, সেটা মূলত শ্রেয়সের জন্য। তবে ক্রিকেট মাঠে শ্রেয়সের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে সাহায্য করলেও এশিয়া কাপের দলে সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ারভাটা চলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে শ্রেয়স ১১ রানে আউট হন। ভারত ম্যাচও হারে। মজার বিষয়, সেখানেও চর্চায় শ্রেয়সের ‘স্টেপস’। অজিভূমে ফিরে এল শর্ট বলের সমস্যাও। ইনসাইডে ঢোকা বল লেগ স্টাম্পে খোঁচা দিয়ে আউট হলেন। সেই সময় যেভাবে লাফিয়ে উঠলেন, তাতে অনেকে ব্যঙ্গ করছেন, ‘ঠিক যেন নাচের স্টেপ’।
এসএন