জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। চামারি আতাপাত্তুর প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন রাবেয়া। পরের বলে এক রান নিতে গিয়ে রান আউট হয়েছেন নাহিদা আক্তার। তৃতীয় বলে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন জ্যোতি। চতুর্থ বলে মারুফাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন আতাপাত্তু। ফলে শেষ দুই বলে সমীকরণ দাড়ায় ৯ রানে, তবে বাংলাদেশ করতে পেরেছে কেবল এক রান। ৭ রানের এই হারে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের।
মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন রুবাইয়া হায়দার ঝিলিক। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। আরেক ওপেনার ফারজানা হক দেখে-শোনে খেলেও সুবিধা করতে পারেননি। উল্টো বেশ কিছু ডট বল খেলেছেন। ৩৫ বলে ৭ রান করে আউট হয়েছেন তিনি।
চারে নেমে দ্রুতই ফিরেছেন সুবহানা মুস্তারিও। ১৩ বলে ৮ রান করেছেন তিনি। তাতে ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। ৬৪ রান করে সুপ্তা চোটে পড়ে মাঠ ছাড়েন।
এরপর স্বর্ণাকে সঙ্গে নিয়ে ভালোই লড়াই করছিলেন জ্যোতি। তবে ১৯ রান করে স্বর্ণা ফিরলে ধস নামে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। রিতু-রাবেয়াদের কেউই সুবিধা করতে পারেননি। জ্যোতি শেষ ওভারে আউট হওয়ার আগে করেছেন ৭৭ রান।
এর আগে নতুন বলে বরাবরই ভয়ঙ্কর মারুফা। চলতি বিশ্বকাপে সেটার প্রমাণ দিয়েছেন তিনি। আজও ইনিংসের প্রথম বলেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই পেসার। তার গতি আর সুইয়ে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভিষমি গুনারত্নে।
শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন আতাপাত্তু ও পেরেরা। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭২ রান। ৪৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন লঙ্কান অধিনায়ক।
সেই ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন পেরেরা। তবে এক প্রান্ত আগলে রেখে এই ব্যাটার ৮৫ রান করলেও আরেক প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। পেরেরা আউট হওয়ার পর ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। তাতে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় দল।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।
পিএ/টিএ