কয়েক দিন বাদেই, আসছে ২৪ অক্টোবর ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। বরাবরই নিজের জন্মদিন বেশ জাঁকজমক আয়োজনে উদযাপন করে থাকেন তিনি। তবে সম্প্রতি নিজের ছেলেমেয়ের সঙ্গে কাটানো মুহূর্তের মাঝেই আনন্দ খুঁজে পান তিনি, যার কারণে কয়েক বছর ধরে নিজের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখেন না।
এবার চার দিন আগেই যেন নিজের জন্মদিন উদযাপন করলেন পরীমনি, কাটলেন কেকও।
সোমবার রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে পরীমনি জানান, ২৪ অক্টোবর তার জন্মদিন। কিন্তু এবার আগেই উদযাপন করলেন। কারণ এবারের জন্মদিনে তিনি দেশে থাকবেন না। এ সময় সঙ্গে ছিলেন অর্ক নামের এক ব্যক্তি।
ছবি প্রকাশ করার পর অনেকেই অর্ক সম্পর্কে জানতে চান। কেউ কেউ জানতে চান—তার সঙ্গে পরীমনির কী সম্পর্ক! পোস্টে অবশ্য সে কথার উত্তর দিয়েছেন নায়িকা।
ফেসবুক পোস্টে পরীমনি লিখেছেন, ‘অর্ক একজন মেকআপ আর্টিস্ট, যার সঙ্গে পরিচয় কাজের সুবাদে। ঢাকাতে একাই থাকেন অর্ক, আর তাদের বাসাও আমার একই এলাকায়।
ও (অর্ক) খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয় আমাদের মধ্যে। দিন দিন ও আমার কাছে খুব আহ্লাদি হয়ে গেছে। আমার কাছে বারো মাস ওর ছোট ছোট অনেক আবদার থাকে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে।
গিয়ে দেখি এই অবস্থা!’
সেই পোস্টে অর্ককে ভাই সম্বোধন করে ধন্যবাদ জানান পরী। তিনি উল্লেখ করেন, ‘এটাই এবারের জন্মদিনের প্রথম উদযাপন।’
কাজের সূত্রে, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নিরব।
আইকে/ টিএ