কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার ছিল না। মানুষ ও ভোটারদের কোনো মূল্যায়ন ছিল না। নতুন করে আবার বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। রাষ্ট্রের মালিক জনগণ। তাদের সচেতনতার মধ্য দিয়ে নিজেদের ভোটাধিকার ফেরত পেতে ভয়-ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে কালবেলাকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন তা এ বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছে। আর এ নির্বাচন সামনে রেখে অতীতের মতো একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
টিজে/এসএন