পুরো নাম গোবর্ধন আসরানি হলেও বলিউডে আসরানি নামেই পরিচিত ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। গত সোমবার মুম্বাইয়ের আরোগ্য নিধি হাসপাতালে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পর থেকেই শোকস্তব্ধ বলিউড।
এর মাঝেই প্রকাশ্যে এলো আসরানির সম্পত্তির পরিমাণ।
অভিনয় থেমে থাকেনি কোনোদিন। মারা যাওয়ার কয়েক দিন আগেও শুটিং করেছেন আসরানি। ফলে অর্থাভাব হয়নি তার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও একাধিক ব্র্যান্ডের হয়ে প্রচারও করতেন আসরানি।
ছবি ও সিরিজে অভিনয়, পরিচালনা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে মোটা টাকা উপার্জন করেছিলেন তিনি। ৪০ থেকে ৫০ কোটি রুপির সম্পত্তি রেখে গেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও সচেতন মানুষ ছিলেন আসরানি। তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আসরানি নিজেও তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে সরাসরি জড়িত না হলেও, পরোক্ষভাবে যোগাযোগ ছিল। তিনি বলেছিলেন, ‘আমার দুর্দিনে পাশে পেয়েছিলাম ইন্দিরা গান্ধীকে। তিনি আমাকে কাজ পেতে সহযোগিতা করেছিলেন।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন আসরানি। চিকিৎসকেরা জানিয়েছেন, তার ফুসফুসে পানি জমেছিল।
তিনি তার স্ত্রী মঞ্জু আসরানির সঙ্গেই থাকতেন।
মঞ্জুও একসময় বলিউডে ‘কাবিলা’, ‘তপস্যা’, ‘চাঁদি’র মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। ‘আজ কি তাজা খবর’, ‘নমক হারাম’-এ স্বামী-স্ত্রীর প্রথম দেখা হয়েছিল।
আরপি/টিএ