বেশিরভাগ আমেরিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে!

বেশিরভাগ আমেরিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের এক জরিপে উঠে এসেছে। জরিপে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করলেও দেশটিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রতি জনসমর্থন বৃদ্ধি পেয়েছে।

জরিপ বলছে, অধিকাংশ আমেরিকান; যাদের মধ্যে ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ এবং রিপাবলিকানদের ৪১ শতাংশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত বলে মতামত দিয়েছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার অবস্থানের সঙ্গে জনমতের সামঞ্জস্য নেই।

রয়টার্স-ইপসোসের এই ছয় দিনব্যাপী জরিপ শেষ হয়েছে সোমবার। বুধবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ উত্তরদাতা ফিলিস্তিনকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির পক্ষে মত দিয়েছেন। তবে মার্কিন স্বীকৃতির বিরোধিতা করেছেন ৩৩ শতাংশ এবং বাকিরা স্বীকৃতি দেওয়া উচিত কি না, সেই বিষয়ে নিশ্চিত নন কিংবা প্রশ্নের উত্তর দেননি।ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের মধ্যে প্রায় অর্ধেকই অর্থাৎ ৫৩ শতাংশ ফিলিস্তিনকে মার্কিন স্বীকৃতির বিরোধী আর ৪১ শতাংশ স্বীকৃতির পক্ষে সমর্থন জানিয়েছেন।

সম্প্রতি ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অনেকেই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা মার্কিন মিত্রদের এই স্বীকৃতির তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। ১৯৪৮ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে চলে আসা সংঘাতে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এমনকি দশকের পর দশক ধরে চলা সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি।

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সদস্যরা ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা ও ২৫০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে। পরে সেদিনে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ওই উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন, হামাসের হামলার পর গাজায় ইসরায়েল অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। আর ৩২ শতাংশ এর বিরোধিতা করেছেন। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরা মার্কিন প্রেসিডেন্ট গাজা যুদ্ধে ইসরায়েলকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করে আসছেন। চলতি মাসে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন ট্রাম্প।

রয়টার্স-ইপসোস জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন, ট্রাম্পের গাজা যুদ্ধের অবসান এবং যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সফল হলে তাকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। ৫১ শতাংশ উত্তরদাতা বলেছেন, যদি শান্তি প্রক্রিয়া সফল হয়, তাহলে ট্রাম্প ‌‌‘‘গুরুত্বপূর্ণ স্বীকৃতি পাওয়ার যোগ্য’’ বলে মনে করেন তারা। আর মার্কিন প্রেসিডেন্টকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন ৪২ শতাংশ। 

রয়টার্স-ইপসোসের ওই জরিপ অনলাইনে পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজার ৩৮৫ জনের কাছ থেকে জরিপের প্রশ্নের উত্তর সংগ্রহ করেছে রয়টার্স ও ইপসোস।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এবার মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে হলান্ড Oct 22, 2025
img
আবারও বিশ্ববাজারে স্বর্ণের দামের পরিবর্তন Oct 22, 2025
img
গৃহকর্মীদের কাছ থেকে ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করল সৌদি আরব Oct 22, 2025
img
বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে সই করবে এনসিপি, ইসি পুনর্গঠনের দাবি Oct 22, 2025
img
কাজ করলে সমালোচনা থাকবেই, ওসব নিয়ে মাথা ঘামাই না : দীঘি Oct 22, 2025
img
আবারও বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি Oct 22, 2025
img
শিল্পা শেঠির রেস্তোরাঁয় এক রাতে ২-৩ কোটি রুপি আয়! Oct 22, 2025
img
ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপদেষ্টা রিজওয়ানার Oct 22, 2025
img
আগামীকাল সিইসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধিদল Oct 22, 2025
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্থগিত শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ Oct 22, 2025
img
বাংলাদেশ ভলিবলের জন্য ঐতিহাসিক দিন: বিমল ঘোষ Oct 22, 2025
img
থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক Oct 22, 2025
img
পিসিবির গুরুত্বপূর্ণ পদে আসছেন মিসবাহ! Oct 22, 2025
img
শুধু ডিসেম্বর ও জানুয়ারিতে সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপনের অনুমতি Oct 22, 2025
img
নির্বাচনের তফসিলের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি Oct 22, 2025
img
রোহিত-কোহলিকে বাতিলের খাতায় ফেলতে চান না পন্টিং Oct 22, 2025
img
শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে খালাস চাইলেন আইনজীবী Oct 22, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগে এক রাতেই ৪৩ গোল! Oct 22, 2025
img
বেশিরভাগ আমেরিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে! Oct 22, 2025
img
দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ Oct 22, 2025