নির্বাচনের তফসিলের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর জিলা স্কুল মোড়ে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ অংশ নেন। এ সময় ‘উত্তরের এই বৈষম্য, মানি না মানবো না’, ‘সবার প্রাপ্য সবাই পায়, আমার বেলায় বাজেট নাই’, ‘তিস্তাপাড়ের কান্না আর না আর না’ এবং ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 

এতে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য বখতিয়ার শিশির, জামায়াতে ইসলামীর মহানগর কমিটির সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, এনসিপি নেতা আলমগীর নয়ন, আলমগীর কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খন্দকার নাহিদ হাসান, ইমরান আহমেদ প্রমুখ।বক্তারা বলেন, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বুক চিরে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। তিস্তাপাড়ের দুই কোটি মানুষের কাছে এটি সাধারণ একটি নদী হলেও আমাদের আনন্দ-বেদনা, শিল্প ও সংস্কৃতির অংশ। বর্ষা মৌসুমে আমাদের মায়েদের চোখের পানি বৃদ্ধি পায়, বাবাদের হাহাকার বাড়ে। 

ভারত এই নদীর উজানে বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নিচ্ছে। ফলে উত্তরাঞ্চল ক্রমে মরুময় হয়ে পড়ছে। প্রাণ ও প্রকৃতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। অপরদিকে বর্ষা মৌসুমে আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়ায় স্বল্পমেয়াদি বন্যায় ওই পাঁচ জেলার ঘরবাড়ি, ফসলের জমি, রাস্তাঘাট ও অবকাঠামো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতি বছর সহস্রাধিক মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, এমন পরিস্থিতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীপাড়ের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। পূর্ববর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনার কথা বলে ভোট নিলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানুয়ারিতে তিস্তা প্রকল্পের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন। 

তবে নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করলে এ প্রকল্প ঝুলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আন্দোলনকর্মীরা। তাই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নিজস্ব কোষাগারের অর্থে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানান তারা। সরকার এটি বাস্তবায়ন না করলে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। আন্দোলনকারীরা বলেন, সরকার যদি আগামী নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে, তাহলে শাটডাউন, রোড ব্লকেডসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা ঐক্যবদ্ধ থেকে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য এ আন্দোলন চালিয়ে যাব।

এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

কর্মসূচিতে আহ্বানে জানানো হয়েছে রংপুর বিভাগের পাঁচ জেলার সর্বস্তরের মানুষকে। শিক্ষার্থী-শিক্ষক, কৃষক-শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা-বিক্রেতা, পরিবহন মালিক ও শ্রমিকসহ অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী যে যেখানেই থাকবে, সেখানে বেলা ১১টায় নিজের কাজ বন্ধ করে ১৫ মিনিট নীরবভাবে দাঁড়িয়ে থাকবে। যানবাহন চালকেরাও-মোটরসাইকেল, বাইসাইকেল, ট্রাক, বাস কিংবা ট্রেন-ওই সময় থামিয়ে ১৫ মিনিট অবস্থান করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাস গ্রহণ থেকে বিরত থাকবেন এবং শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে কার্যক্রম বন্ধ রাখবেন। 

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ কর্মসূচির ডাক দেন।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বৃহস্পতিবার আসছে নতুন ব্যান্ড লেজি ডাইনোসের গান 'রাত' Oct 22, 2025
img
এবার মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে হলান্ড Oct 22, 2025
img
আবারও বিশ্ববাজারে স্বর্ণের দামের পরিবর্তন Oct 22, 2025
img
গৃহকর্মীদের কাছ থেকে ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করল সৌদি আরব Oct 22, 2025
img
বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে সই করবে এনসিপি, ইসি পুনর্গঠনের দাবি Oct 22, 2025
img
কাজ করলে সমালোচনা থাকবেই, ওসব নিয়ে মাথা ঘামাই না : দীঘি Oct 22, 2025
img
আবারও বাবা হলেন সংগীতশিল্পী আরফিন রুমি Oct 22, 2025
img
শিল্পা শেঠির রেস্তোরাঁয় এক রাতে ২-৩ কোটি রুপি আয়! Oct 22, 2025
img
ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান উপদেষ্টা রিজওয়ানার Oct 22, 2025
img
আগামীকাল সিইসির সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধিদল Oct 22, 2025
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্থগিত শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ Oct 22, 2025
img
বাংলাদেশ ভলিবলের জন্য ঐতিহাসিক দিন: বিমল ঘোষ Oct 22, 2025
img
থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক Oct 22, 2025
img
পিসিবির গুরুত্বপূর্ণ পদে আসছেন মিসবাহ! Oct 22, 2025
img
শুধু ডিসেম্বর ও জানুয়ারিতে সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপনের অনুমতি Oct 22, 2025
img
নির্বাচনের তফসিলের আগে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি Oct 22, 2025
img
রোহিত-কোহলিকে বাতিলের খাতায় ফেলতে চান না পন্টিং Oct 22, 2025
img
শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে খালাস চাইলেন আইনজীবী Oct 22, 2025
img
চ্যাম্পিয়ন্স লিগে এক রাতেই ৪৩ গোল! Oct 22, 2025
img
বেশিরভাগ আমেরিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে! Oct 22, 2025