চাকরি হারালেন এনসিপির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহদী

এনসিপি নাস্তিকদের সংগঠন’—এমন ফতোয়া দিয়ে দলটির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহদীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে লালবাগ মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন আশরাফ মাহদী নিজেই।

এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির এ নেতা। ওই পোস্টে তিনি বলেন, ‘লালবাগ মাদরাসা থেকে আমাকে অব্যাহতির সংবাদ পেলাম।

কারণ হিসেবে বলা হলো এনসিপি নাস্তিকদের সংগঠন। আজ দুপুরে লালবাগ মাদরাসার মজলিশে শুরা সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব আমাকে ফোনকলে জানালেন, গত সোমবার (২০ অক্টোবর) জরুরি মজলিসে শুরার বৈঠক থেকে মাদরাসা থেকে আমাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমি সবিনয়ে অব্যাহতির কারণ জানতে চাইলাম, হুজুর বললেন, সুনির্দিষ্ট কোনো কারণ তিনিও জানেন না। তবে শুরার দুজন শিক্ষক কারণ হিসেবে দুটি বিষয় করে অব্যাহতির ব্যাপারে খুব জোর দিয়েছেন। ১) তুমি ছাত্রদের বেয়াদব বলেছো। তাই ছাত্ররা তোমার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। তোমাকে বহিষ্কার না করলে ছাত্র আন্দোলন থামানো যাবে না। (উল্লেখ্য, যেটাকে তারা ছাত্র আন্দোলন বলছে সেটা নিছক ১৫-২০ জন ছাত্রের হৈ-হুল্লোড়। এটাকে পুঁজি করে যারা সিদ্ধান্ত নিতে মরিয়া হয়ে উঠল, তাদের উদ্দেশ্য সন্দেহজনক।’

‘আর আমি ছাত্রদের বেয়াদব বলিনি। উস্তাদদের সামনে তাদের বহিষ্কারের স্লোগান দেওয়া এবং সব উস্তাদ মিলে বারবার অনুরোধ করার পরও শান্ত না হওয়াকে বেয়াদবি বলেছি। আর যদি বেয়াদব বলেও থাকি, এটা কি মাদরাসা থেকে বহিষ্কারযোগ্য অপরাধ!) ২) তুমি এনসিপি করো। এনসিপি নাস্তিকদের সংগঠন। এটা করা জায়েজ নেই। মাদরাসার কোনো শিক্ষক এনসিপি করতে পারে না। (মনে হলো, আমার অব্যাহতি চাওয়া দুই শিক্ষকের কাছে আসল কারণ। কারণ এই দুই শিক্ষকের একজন আমাকে কিছুদিন আগে ডেকে বলেছিলেন, এনসিপি করা জায়েজ নেই। আমি উনাকে বললাম, জায়েজ না হওয়ার সপক্ষে কুরআন-সুন্নাহ থেকে দলিল দেন। তিনি দিতে পারেননি।)’

তিনি বলেন, ‘মুহিব্বুল্লাহ সাহেব হুজুরের কথা শুনে আমি কিছুক্ষণের জন্য ঘোরের মধ্যে পড়ে যাই। এসবও কি একজন শিক্ষককে বহিষ্কার করার কারণ হতে পারে! এনসিপি করা যদি অপরাধ হয় তাহলে সেটার জন্য আমাকে সতর্ক করা যেত। ফোন রাখার আগে বিনয়ের সাথে জিজ্ঞেস করি, হুজুর! আমাকে মাদরাসা থেকে যে অব্যাহতি পত্রটা দেওয়া হবে সেখানে কি এই কারণগুলো উল্লেখ করা যাবে? হুজুর বললেন, তোমার ব্যাপারটা সেনসেটিভ। এই বিষয়ে আমরা কোনো পত্র দিতে চাই না। তুমি পত্র চাইলে মজলিসে শুরা বরাবর আবেদন করতে পারো।’ 

আশরাফ মাহদী আরো বলেন, ‘অন্য সূত্রে জানতে পারলাম, আমার অব্যাহতির পর কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই পরিকল্পিতভাবে লালবাগ জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন সাহেবকে অব্যাহতি দেওয়ার আওয়াজ উঠানো হয়। শেষ পর্যন্ত অব্যাহতি দিতে ব্যর্থ হয়ে প্রশাসনিক সব দায়িত্ব নিয়ে নেয় মাওলানা জসিম সাহেবের থেকে। অথচ আমার আব্বা মাওলানা জসিম সাহেব ফ্যাসিবাদ আমলে পিঠে ছুরিকাঘাতের শিকার হন।

২০২১ সালে হাসিনার বিরুদ্ধে বায়তুল মোকাররমের উত্তর গেটে জোরালো বক্তব্য দিয়ে ফ্যাসিবাদের দোসরদের রোষানলে পড়েছিলেন। মাদরাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। জানি না, ২৪-এর পর এসেও কোন হীন স্বার্থ বা নোংরা রাজনীতির বলি হলাম আমরা। তবে আল্লাহর দরবারে একটাই ফরিয়াদ জানাচ্ছি বারবার, এসব নোংরামির পেছনে যে মুখোশধারী মুনাফেকরা আছে তাদের মুখোশটা যেন দুনিয়াবাসীর সামনে আল্লাহ একেবারে উন্মোচন করে দেন।’

 ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বেলিংহ্যামের দুর্দান্ত গোলে জুভেন্টাসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ Oct 23, 2025
img
বাবা হলেন সংগীতশিল্পী জেমস,প্রকাশ্যে আনলেন স্ত্রীর পরিচয় Oct 23, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০ Oct 23, 2025
img
সেন্টমার্টিন ভ্রমণে নতুন ১২ নির্দেশনা জারি Oct 23, 2025
img
বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় সিলেট! Oct 23, 2025
img

মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনা ও কামালসহ ৩ জনের বিরুদ্ধে রায়ের তারিখ ধার্য হতে পারে আজ Oct 23, 2025
img
ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলতে জাকার্তায় যাচ্ছে বাংলাদেশ দল! Oct 23, 2025
img
ফেসবুক লাইভে এসে আ.লীগে যোগ দেওয়ার কথা জানালেন বিএনপি নেতা ফজলুর করিম Oct 23, 2025
img
বাড়ল ডলারের দাম ! Oct 23, 2025
img
গরু চুরির মামলায় কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা Oct 23, 2025
img
অক্টোবরের ২১ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার Oct 23, 2025
img
অবশেষে কমলো রুপার দাম! Oct 23, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক বাগবিতণ্ডার জেরে ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ Oct 23, 2025
img
গাজীপুরে সেনাবাহিনীর সহায়তায় ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সচল Oct 23, 2025
img
ট্রাম্প-পুতিন বৈঠক অনিশ্চিত, ‘অফলপ্রসূ' আলোচনায় রাজি নন ট্রাম্প Oct 23, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

গার্ডনারের দুর্দান্ত সেঞ্চুরি, ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেল অস্ট্রেলিয়া Oct 23, 2025
img
ভারত থেকে ২-১ গোলে জিতে ফিরছে রোনালদোর আল-নাসের Oct 22, 2025
img
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৪ Oct 22, 2025
কেয়ামত কি আসলেই খুব কাছে Oct 22, 2025
৪৫ বছর আগের শাড়ি পরে জয়ার আবেগের মুহূর্ত! Oct 22, 2025