ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বাস-ট্রাক টার্মিনালের বাৎসরিক ইজারা মূল্য পুনর্নির্ধারণের নির্দেশ দিয়েছে সংস্থাটি। সেলক্ষ্যে কর্মকর্তাদের সমন্বয়ে ইজারা মূল্য নির্ধারণ কমিটিও গঠন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) ডিএসসিসির সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি দপ্তর আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন। ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গঠিত কমিটিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন বাস, ট্রাক টার্মিনালের বাৎসরিক ইজারার মূল্য বিধিবিধান অনুসরণ করে পুনর্নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসিসিসির মহাব্যবস্থাপককে (পরিবহন) এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির পরিবহন বিভাগের সহকারী ব্যবস্থাপককে। কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সব আঞ্চলিক কর্মকর্তা, ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট অঞ্চলের কর কর্মকর্তা।
ইউটি/টিএ