রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্ধারিত বুদাপেস্ট সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সম্মেলনের প্রস্তাবটি মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল।
পুতিন বলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া সম্মেলনে অংশ নেওয়া ‘ভুল সিদ্ধান্ত’ হতো। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে আলোচনার জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে। পুতিন জোর দিয়ে বলেন, সংলাপ সবসময় সংঘাত, বিতর্ক ও যুদ্ধের চেয়ে ভালো।
গত সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে এক ফোনালাপের পর মস্কো ও ওয়াশিংটন যৌথভাবে ঘোষণা দিয়েছিল যে দুই দেশের নেতাদের মধ্যে বুদাপেস্টে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বুধবার ট্রাম্প ঘোষণা দেন, বৈঠকটি আপাতত স্থগিত করা হচ্ছে। একই দিনে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েল এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, এটি একটি ‘অমিত্রসুলভ পদক্ষেপ’, যা রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে কোনোভাবেই সহায়ক নয়।
তবে তিনি আরও জানান, এই নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিতে তেমন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। তার ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের আরেকটি প্রচেষ্টা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার জন্য। কিন্তু কোনো মর্যাদাবান দেশ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।
পুতিন আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের কিছু ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পকে রুশ তেল রপ্তানি সীমিত করতে উৎসাহিত করছেন। তিনি প্রশ্ন তোলেন, এই ব্যক্তিরা আসলে কার স্বার্থে কাজ করছেন, সেটি বিবেচনা করা উচিত।
রুশ প্রেসিডেন্ট বলেন, চাপ ও নিষেধাজ্ঞার রাজনীতি পরিহার করে যুক্তরাষ্ট্র চাইলে দুই দেশের মধ্যে বহু খাতে গঠনমূলক সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদি আলোচনার মাধ্যমেই সেই পথ খুলে দেওয়া সম্ভব।
সূত্র: আরটি
এসএস/টিএ