তারেক রহমানের ৩১ দফা জাতির ‘ম্যাগনাকার্টা’ : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের ৩১ দফা জাতির ‘ম্যাগনাকার্টা’। এতে নিহিত আছে নতুনভাবে জাতি গঠনের দিশা।

শনিবার (২৫ অক্টোবর) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডিএস মাদরাসা প্রাঙ্গণে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ঘরে ঘরে, জনে জনে ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের প্রতি এমরান সালেহ প্রিন্স বলেন, এখন ঘরে বসে থাকার সময় নাই। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

তিনি বলেন, একটি দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে, কিন্তু দল একজনকেই মনোনয়ন দেবে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে নির্বাচন করতে হবে। তার আগে পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের দলের নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত আক্রমণ না করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান রইল। এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ার উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে, যাতে আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়ে উঠে।

জনসাধারণের প্রতি অসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আস্থা রেখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদানে বিএনপি নতুন রাষ্ট্র ব্যবস্থার পাশাপাশি জনগণকে উন্নত জীবনধারণের সুযোগ সৃষ্টি করবে, বেকারত্বকে নির্বাসনে পাঠিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করবে।

প্রান্তিক কৃষকের জন্য ‘ফার্মার্স কার্ড’, প্রতি পরিবারকে সহযোগিতা করতে সেই পরিবারের মায়ের নামে ‘ফ্যামিলি কার্ড’, শিক্ষিত বেকারদের জন্য ‘বেকার ভাতা’, সরকার গঠনের ১৮ মাসের মধ্যে ‘এক কোটি নতুন কর্মসংস্থান’, ‘সবার জন্য চিকিৎসা, বিনা চিকিৎসায় মৃত্যু নয়’-সহ জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের হাত ধরেই আলোকিত ধোবাউড়া ও হালুয়াঘাট গড়ে তুলব।

পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, সুলতান মহিউদ্দিন, হুমায়ূন কবীর, ইসহাক আলী মাস্টার, মনিরুজ্জামান স্বাধীন, সামসুল আলম শামস, আবু সিদ্দিক মোল্লা, তাজিকুল ইসলাম, মখলেসুর রহমান প্রমুখ।

এর আগে এমরান সালেহ প্রিন্স শনিবার সকালে ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলার ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা দেন। বিকেলে একই জায়গায় আলোকিত ধোবাউড়া গড়তে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করলেন পুতিন Oct 28, 2025
img
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক Oct 28, 2025
img
তারেক রহমানের বক্তব্যে অশ্রুসিক্ত বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা Oct 28, 2025
img
ফরিদপুরে ৫ ছিনতাইকারী গ্রেফতার Oct 28, 2025
ঢাকা-১৯: বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় ডা. সালাউদ্দিন বাবু Oct 28, 2025
রাতের ঘটনার বর্ণনা দিচ্ছেন ড্যাফোডিলের শিক্ষার্থী Oct 28, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 28, 2025
লগি-বৈঠার স্মরণে আগামীকাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ Oct 28, 2025
পাকিস্তানি বাজারে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ, করাচি বন্দর ব্যবহারের অনুমোদন Oct 28, 2025
জমি বন্ধক রেখে রাকসু জিএস আম্মারের টাকা জোগাড় করেছিলেন মা! Oct 28, 2025
ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে, প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামায়াত Oct 28, 2025
img
শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, সাগর খুবই উত্তাল! Oct 28, 2025
নাসিরুদ্দিন শাহের সাক্ষাৎকারে নতুন বিতর্ক Oct 28, 2025
img
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে সিগারেট ও ট্যাক্স স্ট্যাম্প জব্দ, জরিমানা ২ লাখ টাকা Oct 28, 2025
img
থাইল্যান্ডের সাথে আমাদের তুলনা করা উচিত হবে না : বাটলার Oct 28, 2025
img
রংপুরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী Oct 28, 2025
img
নিজেদের প্রতিষ্ঠানে নারীদের কর্মঘণ্টা আগে কমানো উচিত জামায়াতের : ড. গালিব Oct 28, 2025
img
আমার পরিচয় আমার সিনেমা, সম্পর্ক নয় : রুক্মিণী মৈত্র Oct 28, 2025
img
ছয় মেরেও হিট আউট তাসকিন, বাংলাদেশের হার Oct 28, 2025
img
মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের স্ত্রী Oct 28, 2025