ঝিনাইদহের শৈলকুপায় শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে লিমা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মুকুল শেখকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ৬টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা বেগম ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিবার সকালে নিজ ঘর থেকে বেরিয়ে বাড়ির উঠানে যান লিমা বেগম। এ সময় উঠানে দাঁড়িয়ে থাকা তার শ্বশুর মুকুল শেখ দা দিয়ে পুত্রবধূর শরীরে আঘাত করেন। লিমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খান দেশের একটি গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত মুকুল শেখকে আটক করা হয়েছে।
মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।