দীর্ঘ ২৯ বছর ছেলে হত্যার বিচারের দাবি করছেন চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। এবার বিশেষ সাক্ষাৎকারে নায়কের মা জানান, মৃত্যুর আগে সালমান শাহ (ডাক নাম ইমন) গুলশান ব্যাংক থেকে ৪০ লাখ টাকা তোলেন। যে টাকার হদিস আজও মেলেনি।
পুরনো স্মৃতি মনে করে সংবাদমাধ্যমে নীলা চৌধুরী দাবি করেন, সুপরিকল্পিতভাবে তার ছেলেকে খুন করা হয়েছে। ছেলের মৃত্যুর খবর পেয়ে যখন ওই ফ্ল্যাটে ছুটে যান, দেখেন অন্যদিনের চেয়েও বেশি পরিপাটি ছিল ওই দিনের ফ্ল্যাট। এটা কীভাবে সম্ভব বলে প্রশ্ন ছোঁড়েন সালমানের মা।
আলাপচারিতার এক পর্যায়ে তিনি বলেন,
ছেলের মৃত্যুর সাত, আট দিন পর একটা ছেলে আমায় ফোন করে বলে আপনাদের ড্রয়িং রুম না হয় বেড রুমের একটা খাকি ব্যাগের মধ্যে ভাইয়া ৪০ লাখ টাকা তুলেছিল গুলশান ব্যাংক থেকে। ওইদিন বাদল খন্দকার তার সিনেমার সাইনিং মানি হিসেবে দুই লাখ টাকা দিয়েছিল। মোট ৪২ লাখ টাকা ভাইয়া আপনার এতিমখানার জন্য রেখেছে।
নীলা চৌধুরী আরও বলেন,
সিলেটে এতিমখানার নির্মাণের কথা ছিল। সে টাকার ব্যাগতো আর পাইনি। মৃত্যুর ২ মাস আগে বাড়ি থেকে ২০০ ভরি সোনা চুরির নাটকও করে সামিরা। সেই ২০০ ভরি সোনারও হদিস নেই। ঘটনার দিন আমার ছোট ছেলের কাছে মাফ চেয়ে ঘর থেকে বেরিয়ে যায় সামিরা। এমন আচরণের অর্থ কী?
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহ। তার মৃত্যুকে স্ত্রী সামিরা হক আত্মহত্যা দাবি করলেও নায়কের মা, বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
দীর্ঘ ২৯ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যু রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।
এসএন