ইসির অগ্রগতিতে সন্তুষ্ট কমনওয়েলথ : সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতিতে তারা সন্তুষ্ট। সবকিছুতে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলেও তিনি মন্তব্য করেছেন।

রোববার (২৫ অক্টোবর) নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি সচিব জানান, কমনওয়েলথ ডেলিগেশন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সার্বিকভাবে জানতে চেয়েছে। আলোচনায় সেসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

তাদের যেসব বিষয়ে জানানো হয়েছে সে প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) কনডাক্ট রুলস, অবজারভারস হোম অ্যান্ড অ্যাব্রড, কোয়ালিফাইং ডেট (৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা গ্রহণ), স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় তাদের জানানো হয়েছে। এছাড়া প্রি-ইলেকশন, ইলেকশন ডে ও পোস্ট-ইলেকশন পিরিয়ডে পর্যবেক্ষকরা আসতে চাইবেন বলে তারা জানিয়েছেন।

তিনি বলেন, ওভারসিজ ভোটার ডায়াসপোরা কমিউনিটির বিষয়ে ইসির পদক্ষেপ এবং হাইব্রিড সলিউশনের কথা জানতে চেয়েছিল তারা। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ হলে কমিশন কীভাবে তা হ্যান্ডেল করবে, সে বিষয়ে জানতে চাওয়া হলে সচিব জানান, কনডাক্ট রুলস, মাঠ পর্যায়ে কমিটির কাজ এবং চূড়ান্ত জায়গা হিসেবে আদালতের কথা উল্লেখ করা হয়েছে।

সচিব বলেন, রিফর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত আইন-বিধিবিধান সংশোধনের কাজ হয়েছে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আরপিওর সংশোধনী অনুমোদন করেছে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে যারা নিরাপত্তা নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। নিরাপত্তা মূলত ভোটকেন্দ্র ও পরিবে- এই দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৮ জনের একটি টিম কাজ করবে এবং বাইরের নিরাপত্তা অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ দেখবে। এছাড়া প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার, ইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সচিব।

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকার বিষয়ে ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে এবং আগামীকাল সকালে তা জানিয়ে দেওয়া হবে। এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায় থেকে আসা বাড়তি তথ্য পর্যালোচনা চলছে। এই সপ্তাহের ভেতরে এটি চূড়ান্ত করা হবে।

বিএনপির চিঠির বিষয়ে সচিব বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল আরপিওর নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে একটি চিঠি দিয়ে গেছে। কমিশন পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে জানিয়ে সচিব বলেন, পরিকল্পনা অনুযায়ী তো সবকিছু যে ১০০ শতাংশ করা সম্ভব নয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি, কিছু কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে।

গতকাল ককটেল বিস্ফোরণ ও ইসি কোনো মামলা করবে কিনা- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা পুলিশের ব্যাপার। পুলিশ তাকে কনফাইন করেছে। যদি মামলা করতে হয়, ইসির পক্ষ থেকে অসুবিধা নেই।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img

অমিতাভ বচ্চন

“না মানেই শেষ কথা” Oct 27, 2025
img
সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১ Oct 27, 2025
img
জাপানে দক্ষ চালক নিয়োগে বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনের ঘোষণা Oct 27, 2025
img
আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার Oct 27, 2025
img
হালান্ডকে আটকে ইতিহাস গড়লো অ্যাস্টন ভিলা, এমেরির জাদুতে হতভম্ব ম্যান সিটি Oct 27, 2025
img
আফগানিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করল বিসিবি Oct 27, 2025
img
বাংলাদেশ-ভারত ম্যাচ টিকিট অনলাইনে ছাড়া হবে ৯ নভেম্বর দুপুর ২টায় Oct 27, 2025
img
আমরা যদি আ.লীগের পাশে দাঁড়াই তাহলে নৌকার ভোট এবার ধানের শীষ পাবে : শামা ওবায়েদ Oct 27, 2025
img
নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানির দিন কমানোর আবেদন আদালতে খারিজ Oct 27, 2025
img
চার বছর পর মঞ্চে ফিরছে ‘ইটস মাই লাইফ’ খ্যাত বন জোভি Oct 27, 2025
img
দুই দেশের মধ্যকার চলমান সংকট খুব দ্রুত সমাধানের প্রতিশ্রুতি ট্রাম্পের Oct 27, 2025
img
ইন্ডাস্ট্রিতে টিকে থাকার গোপন কৌশল ফাঁস করলেন জাহ্নবী কাপুর Oct 27, 2025
img
জর্জিয়ার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সাবিলা নূর Oct 27, 2025
img
সালমান-সামিরাকে নিয়ে সিনেমা বানাতে পারেননি পরিচালক, কারণ কী? Oct 27, 2025
img
ধান্দাবাজদের ঠেকাতে হলে স্বচ্ছ-গ্রহণযোগ্য নির্বাচন দরকার: দুদু Oct 27, 2025
img
৫ বছর পর ফের চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট Oct 27, 2025
img
তিনি প্রেস সচিবের ভাই, বলুন-আলহামদুলিল্লাহ! : মাসুদ কামাল Oct 27, 2025
img
ভাইয়ের সংসারও চালাতেন সেই কালাম, পরিবারে শোকের ছায়া Oct 27, 2025
img
নির্বাচন ‘টাফ’ হবে, এ মাসেই চূড়ান্ত বিএনপির ২০০ আসনের প্রার্থী: টুকু Oct 27, 2025
img
খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সোমবার বৈঠকে বসছেন তারেক রহমান Oct 27, 2025