নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।
বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো- মেইগো বাংলাদেশ, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, গতকাল (২৫ অক্টোবর) সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মূল ফটকে বিক্ষোভ শুরু করেন। পরে তারা অন্য শ্রমিকদেরও সঙ্গে নিয়ে বেআইনিভাবে উৎপাদন বন্ধ করে কারখানার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটান।
নোটিশে আরও উল্লেখ করা হয়, শ্রমিকদের জানানো হয়েছিল যে তাদের আইনসিদ্ধ দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে এবং কাজে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা কাজে ফেরেননি, ফলে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ অবস্থায় শ্রমিকদের আচরণ, জোরপূর্বক উৎপাদন বন্ধ রাখা এবং অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা ও কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, চারটি কারখানা নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কর্তৃপক্ষ নতুন করে খোলার তারিখ জানিয়ে দেবে।
টিজে/টিএ