জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই

ডিসেম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। এরআগে, নভেম্বরেই নতুন আমিরের নাম ঘোষণা করা হবে।

রোববার (২৬ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

সবগুলো জেলা ইউনিটের রুকন সম্মেলনে চলা ভোটগ্রহণ চলতি মাসেই শেষ হলেই নতুন আমিরের নাম চূড়ান্ত হয়ে যাবে বলেও জানান তিনি।

দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠার পর বিগত সরকারের শেষ দেড় দশক জামায়াত সবচেয়ে দুঃসময় কাটিয়েছে। তবে ২৪ এর গণঅভ্যুত্থানের পর স্বস্তিতে রয়েছে দলটি। ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। এরই মধ্যে গুঞ্জন উঠেছিল আগামী ডিসেম্বরে নির্বাচন করা হবে দলটির নতুন আমির।

তবে একমাস এগিয়ে এনে সেই সময় নির্ধারণ করা হয়েছে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ।

আমির নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান এটিএম মাসুম বলেন, প্রতিটি জেলায় রুকন সম্মেলনের মাধ্যমে আমির পদের চলমান ভোটগ্রহণ এ মাসে শেষ হওয়ার কথা। জেলার দায়িত্বশীলদের গণনাকৃত ভোটের ফল একীভূত করে প্রকাশ করা হবে।

এদিকে দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তিন বছর মেয়াদ শেষ হওয়ার আগে ৪/৫ মাস ধরে অভ্যন্তরীণভাবে একটা প্রস্তুতি নেয় জামায়াত।

যখন আমিরে জামায়াত নির্বাচনের সিদ্ধান্ত হয় তখন কেন্দ্রীয় মজলিসে শূরা একটা প্যানেল করে। শূরা সদস্যদের গোপন ভোট হয়, সর্বোচ্চ ভোট পাওয়া তিন জনকে এই প্যানেলে রাখা হয়।

এই তিন জনের নাম সারাদেশে যত পুরুষ এবং নারী রুকন সদস্য আছেন, তাদেরকে জানানো হয়। আগামী তিন বছরের জন্য এই তিন জনের মধ্য থেকে যেকোনো একজনকে আমিরে জামায়াত হিসেবে ভোট দিতে পারেন রুকন সদস্যরা। ভালো মনে করলে প্যানেলের বাইরেও যেকোনো একজনকে ভোট দেয়া যায়। সেই স্বাধীনতাও একজন রুকনের আছে। রুকনরা তাদের বিবেচনায় ভোট দেন। যিনি সর্বোচ্চ ভোট পান তিনি আমিরে জামায়াত নির্বাচিত হন।

বর্তমানে সারা দেশে জামায়াতে ইসলামীর কতজন রুকন আছে? জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রতি তিন মাস পরপর আমাদের জেলা এবং মহানগর থেকে রিপোর্ট আসে। সেটা আমরা যোগ করি। সেই হিসেবে বর্তমানে আমাদের রুকনের সংখ্যা ১ লাখ ৫ হাজারের একটু বেশি হবে।

জামায়াতের আমির প্যানেলে কারা আছেন
জামায়াতে ইসলামীর একটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে, এরই মধ্যে আমির নির্বাচনের দুটি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে। যেটির একটিতে আছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নাম।

জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান। তিনি দ্বিতীয় মেয়াদে এই দায়িত্ব পালন করছেন। নতুন আমির নির্বাচনের যে দুটি সম্ভাব্য প্যানেলের আলোচনা শোনা যাচ্ছে সেগুলোতে তার নামও আছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কালামের শেষকথা, ‘দু-এক দিনের মধ্যেই বাড়ি আসব, ইলিশ কিনে রেখো’ Oct 27, 2025
img
নির্বাচনের আগ মুহূর্তে নিউইয়র্কের মুসলিমদের উদ্দেশে মামদানির আবেঘন বার্তা Oct 27, 2025
img
“একাই এসেছি, একাই যাব” - নিঃসঙ্গতার দর্শনে অনুপম রায় Oct 27, 2025
img

অমিতাভ বচ্চন

“না মানেই শেষ কথা” Oct 27, 2025
img
সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১ Oct 27, 2025
img
জাপানে দক্ষ চালক নিয়োগে বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনের ঘোষণা Oct 27, 2025
img
আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার Oct 27, 2025
img
হালান্ডকে আটকে ইতিহাস গড়লো অ্যাস্টন ভিলা, এমেরির জাদুতে হতভম্ব ম্যান সিটি Oct 27, 2025
img
আফগানিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করল বিসিবি Oct 27, 2025
img
বাংলাদেশ-ভারত ম্যাচ টিকিট অনলাইনে ছাড়া হবে ৯ নভেম্বর দুপুর ২টায় Oct 27, 2025
img
আমরা যদি আ.লীগের পাশে দাঁড়াই তাহলে নৌকার ভোট এবার ধানের শীষ পাবে : শামা ওবায়েদ Oct 27, 2025
img
নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানির দিন কমানোর আবেদন আদালতে খারিজ Oct 27, 2025
img
চার বছর পর মঞ্চে ফিরছে ‘ইটস মাই লাইফ’ খ্যাত বন জোভি Oct 27, 2025
img
দুই দেশের মধ্যকার চলমান সংকট খুব দ্রুত সমাধানের প্রতিশ্রুতি ট্রাম্পের Oct 27, 2025
img
ইন্ডাস্ট্রিতে টিকে থাকার গোপন কৌশল ফাঁস করলেন জাহ্নবী কাপুর Oct 27, 2025
img
জর্জিয়ার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সাবিলা নূর Oct 27, 2025
img
সালমান-সামিরাকে নিয়ে সিনেমা বানাতে পারেননি পরিচালক, কারণ কী? Oct 27, 2025
img
ধান্দাবাজদের ঠেকাতে হলে স্বচ্ছ-গ্রহণযোগ্য নির্বাচন দরকার: দুদু Oct 27, 2025
img
৫ বছর পর ফের চালু হলো চীন-ভারত সরাসরি ফ্লাইট Oct 27, 2025
img
তিনি প্রেস সচিবের ভাই, বলুন-আলহামদুলিল্লাহ! : মাসুদ কামাল Oct 27, 2025