পাকা কলা ঘুষ খাওয়ায় জেলা পরিষদ কর্মকর্তাকে বদলি

কাজের বিনিময়ে পাকা কলা উৎকোচ নেওয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী এ নির্দেশ দেন।

অভিযোগকারী রুস্তম আলীর দাবি, আলমগীর হোসেন তার কাছ থেকে পাকা কলা ছাড়াও ১০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন। পরে তিনি আরো ছয় লাখ টাকা দাবি করেন।

রুস্তম আলী তা না দেওয়ায় জেলা পরিষদের জমির ডিসিআর অন্য ব্যক্তিকে দিয়ে দেন ওই কর্মকর্তা।

‘রুখব দুর্নীতি, গড়ব দেশ; হবে সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আজকের গণশুনানি। এতে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দুর্নীতির ধরন বদলে যাচ্ছে। যতই দিন যাচ্ছে, ততই দুর্নীতি বাড়ছে।

মানুষ পারাপার করেও এখন টাকা আদায় করছে—যশোরে এসে নতুন ধরনের দুর্নীতি দেখলাম। স্বৈরাচারের দোসর হোক বা মামলার আসামি—তারা এখানকার প্রভাবশালী রাজনৈতিক মহলের সহায়তায় ভারতে পালিয়ে যাচ্ছে। এটি রাষ্ট্রের প্রত্যাশাকে ব্যাহত করছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে, সবাইকে সজাগ থাকতে হবে।

দুদক চেয়ারম্যান আরো বলেন, দুদক একা দুর্নীতি নির্মূল করতে পারবে না, তবে কমাতে পারবে। আমরা গণশুনানির মাধ্যমে জনগণ ও কর্মকর্তাদের মুখোমুখি করছি, যাতে জবাবদিহি বাড়ে। এতে দুর্নীতি অনেকটাই কমে আসবে।

দুর্নীতির কারণেই অতীতে সরকার পতন ঘটেছে উল্লেখ করে ড. মোমেন বলেন, সামনে নির্বাচন। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে।

সৎ প্রার্থীকে বেছে নিতে হবে। গত ১৫ বছরের ইতিহাসে সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছিল—ফলে আজকের এই অবস্থা। দুর্নীতিগ্রস্তদের বেছে না নেওয়াই হবে রাষ্ট্রের প্রতি সুবিচার। ন্যায়ের ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের যাত্রা যশোর থেকেই শুরু হবে।

জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদক যশোর কার্যালয়ের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী। শুনানিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

শুনানিতে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৩৭টি দপ্তরের ৭৫টি অভিযোগের শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে কিছু অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক চেয়ারম্যান, আর কয়েকটি বিষয়ে তদন্তের নির্দেশ প্রদান করা হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা Oct 27, 2025
img
ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন : ধর্ম উপদেষ্টা Oct 27, 2025
img
ইসি নূন্যতম সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পারঙ্গম নয়: সামান্তা Oct 27, 2025
img
ভবিষ্যতের নতুন রূপরেখা তুলে ধরলেন তুরস্কের প্রেসিডেন্ট Oct 27, 2025
img
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত Oct 27, 2025
img
অর্থনৈতিক উন্নয়নের গ্রহণযোগ্য সমাধান ইনক্লুসিভ ডেভেলপমেন্ট : মান্না Oct 27, 2025
img
কালামের শেষকথা, ‘দু-এক দিনের মধ্যেই বাড়ি আসব, ইলিশ কিনে রেখো’ Oct 27, 2025
img
নির্বাচনের আগ মুহূর্তে নিউইয়র্কের মুসলিমদের উদ্দেশে মামদানির আবেঘন বার্তা Oct 27, 2025
img
“একাই এসেছি, একাই যাব” - নিঃসঙ্গতার দর্শনে অনুপম রায় Oct 27, 2025
img

অমিতাভ বচ্চন

“না মানেই শেষ কথা” Oct 27, 2025
img
সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১ Oct 27, 2025
img
জাপানে দক্ষ চালক নিয়োগে বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনের ঘোষণা Oct 27, 2025
img
আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার Oct 27, 2025
img
হালান্ডকে আটকে ইতিহাস গড়লো অ্যাস্টন ভিলা, এমেরির জাদুতে হতভম্ব ম্যান সিটি Oct 27, 2025
img
আফগানিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করল বিসিবি Oct 27, 2025
img
বাংলাদেশ-ভারত ম্যাচ টিকিট অনলাইনে ছাড়া হবে ৯ নভেম্বর দুপুর ২টায় Oct 27, 2025
img
আমরা যদি আ.লীগের পাশে দাঁড়াই তাহলে নৌকার ভোট এবার ধানের শীষ পাবে : শামা ওবায়েদ Oct 27, 2025
img
নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানির দিন কমানোর আবেদন আদালতে খারিজ Oct 27, 2025
img
চার বছর পর মঞ্চে ফিরছে ‘ইটস মাই লাইফ’ খ্যাত বন জোভি Oct 27, 2025
img
দুই দেশের মধ্যকার চলমান সংকট খুব দ্রুত সমাধানের প্রতিশ্রুতি ট্রাম্পের Oct 27, 2025