সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর ও সংস্থাগুলোতে সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৮তম গণশুনানি শুরু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এই গণশুনানি শুরু হয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহণে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত নাগরিকরা তাদের অভিযোগ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে উপস্থাপন করছেন।
একই সঙ্গে সেবা বঞ্চিত জনগণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই এ গণশুনানির মূল লক্ষ্য।
আরপি/টিকে