সরকারের কিছু ব্যক্তির ওপর আস্থার সংকট তৈরি হয়েছে, সেজন্য নির্বাচনের আগে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল সারিনাতে সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলে আগামী নির্বাচন হতে যাচ্ছে কিনা সেটা কমনওয়েলথ প্রতিনিধিরা জানতে চেয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে কমনওয়েলথ আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চায়।
বৈঠকে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়। আগামী নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছে বিএনপি। সন্ধ্যা ৬টায় বনানীর হোটেল সারিনাতে বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমীর খসরু।
বৈঠকে কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
আইকে/টিএ